ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০৮:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৮:১৮:০৪ অপরাহ্ন
বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন
স্পোর্টস ডেস্ক
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপআর কদিন পরই শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ধুমধারাক্কা বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য নবম আসরে অংশ নেবে ২০টি দেশদল ঘোষণার পাশাপাশি প্রায় সব দেশই নিজেদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছেতবে বাংলাদেশের জার্সি প্রকাশ নিয়ে ছিল লুকোচুরিআসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জার্সি কেমন হবে তা নিয়ে কৌতূহলের শেষ ছিল নাঅবশেষে রোববার  মধ্যরাতে উন্মোচিত হয়েছে টাইগারদের জার্সিনতুন জার্সি নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছেসেজান লিংকন নামের এক ডিজাইনারের দাবি, তার নিজের করা ডিজাইন পছন্দ করে শেষ মুহূর্তে সেটি বাদ দেওয়া হয়েছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার  রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ছবি প্রকাশ করেচিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙপুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা হালকা ছাপ রয়েছেকাঁধের লাল রেখাও নেমে গেছে বাঘের বহিরাবরণের আদলেমাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপজার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙেএকই রঙে থাকছে বিশ্বকাপের লোগোনাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানসহ বিশ্বকাপ দলের ১৫ সদস্যের সবাই বাংলাদেশের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেনজার্সি প্রকাশের পর থেকে যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জার্সির ছবি শেয়ার করে নানা রকম পোস্টে দিতে দেখা গেছে সমর্থকদেরসেখানে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি আছে ইতিবাচক মন্তব্যওখলিল নামের এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘জার্সি যেমনই হোক, আসল কাজটা মাঠেমাঠের ক্রিকেট ভালো হলে জার্সি মেটার করে নাআশা করি, বাংলাদেশ দল বিশ্বকাপে নিজেদের সেরা দিয়ে সবার মুখটা বন্ধ করে দেবেরোববার  মধ্য রাত্রে জার্সি উন্মোচনের বেশ কয়েকদিন আগে সেজান লিংকন বাংলাদেশের জার্সির ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আসলেই কি বাংলাদেশ টিম এই জার্সি পরবেআল্লাহ মাফ করুক আমাদের বলুন আস্তাগফিরুল্লাহ’  রোববার  জার্সি উন্মোচনের পর নতুন করে আরও একটি পোস্ট দিয়েছেন তিনিসেখানে দাবি করেছেন, তার ডিজাইন নির্বাচিত হওয়ার পরও এমন ডিজাইনে কী করে বাংলাদেশের বিশ্বকাপের জার্সি হতে পারেতার করা ডিজাইনের ছবি প্রকাশ করে লিংকন ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় বিসিবি ও বোর্ড পরিচালকগণ, আপনাদের জানার জন্য এই ডিজাইনটি দিলামএই ডিজাইনটি অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করবেজার্সি তৈরির আগ মুহূর্তে আমাকে বলা হলো পাপন ভাই ডিজাইনটি নির্বাচন করেছেনকিন্তু পাপন ভাই আপনি প্রকাশিত জার্সির ডিজাইনটা কীভাবে বেছে নিলেন? সত্যিই পাপন ভাই... এটা বন্ধ করতে হবেদুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের টিম ওয়ার্ক সব সময়ই দুর্দান্ত!এর বাইরেও অনেক ক্রিকেটপ্রেমী জার্সি নিয়ে যেমন সমালোচনা করেছেনঅনেকে আবার জার্সির প্রশংসায় পঞ্চমুখও ছিলেনতাদের মধ্যে আনেয়োর মাহমুদ নামের এক ভক্ত লিখেছেন, ‘রাত ১২টা বাজে জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ, যেন কেউ কিছু না বলতে পারে!হারুন উর রশিদ নামের আরেক ভক্ত জার্সির সমালোচনা করে লিখেছেন, ‘ডিজাইন অতটা খারাপ না, চলবেকিন্তু কাপড়ের মান ছবিতে যতটুকু দেখতেছি তাতে মনে হচ্ছে গুলিস্তান থেকে কেনাশিমুল নামের আরেক ভক্ত লিখেছেন, ‘ভাবছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের ছবি কভার ফটো তে আপলোড দিবোতা জার্সির যে অবস্থা আর দেয়া হলো নাযাইহোক শুভ কামনা টিম বাংলাদেশআব্দুল কাসেম নামের বাংলাদেশের এক ফ্যান নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপ জার্সি আমার পছন্দ হয়নি, জার্সি ডিজাইন একদম ভালো হয়নিএকটি জার্সির মাধ্যমে প্লেয়ার, দল, দেশ ও জাঁতি সবকিছুর ইতিহাস ঐতিহ্য ভাবমূর্তি ফুটে উঠেমানসম্মত জার্সির পেছনে কালার ডিজাইন ও কাপড়ের কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেজার্সিটি মানসম্মত হলে প্লেয়ারদের মন চাঙা রাখে বাহির দিক থেকে প্লেয়ারদের স্মার্টনেস ও সৌন্দর্য বাড়ায় এবং দর্শক ও ভক্ত সর্মথকদের অনুপ্রাণিত ও আকৃষ্ট করে জার্সির প্রতি মনে দেশপ্রেম তৈরি করেরামিন নামেন এক ক্রিকেটপ্রেমী সমালোচনা করে লিখেছেন, ‘বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি একেবারে লিটন দাস-নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক পারফরম্যান্সের মতই সুন্দরএদিকে, সোহগ দেওয়ান নামের আরেক ভক্ত পুরো দলকে উজ্জীবিত করেছেন এভাবে, ‘খুব সুন্দর জার্সিটা, শুভকামনা রইলোনতুন জার্সিতে আশা করি ভালো কিছু হবেসাকিব, মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এটাআর্জেন্টিনা ফুটবল টিমের মতো জুনিয়র যারা আছে তারা ভালো কিছু করে দেখাবে২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন, সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল১০ জুন বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজ বাহিনী
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য