ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু মাদারীপুরে নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেফতার ছাত্রলীগ নেতা কারাগারে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ মৃত্যু বেড়ে ৩ মাগুরায় টিসিবির ৭৮ টন চাল উদ্ধার তিন জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ জোর করে চুল কেটে দেয়া বৃদ্ধের পরিচয় মিলেছে আওয়ামীপন্থি আইনজীবী রফিকুল কারাগারে আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন- সারজিস বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে- শিক্ষা উপদেষ্টা আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের ফিরে আসা বাড়বে সম্পদ পাচার রোধে আন্তর্জাতিক বিধি-বিধান প্রণয়নের প্রস্তাব আদালতে সাবেক এমপি মুক্তির ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশে চিকুনগুনিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সতর্কতা মেডিকেল টেকনোলজিস্ট বদলি বাণিজ্য নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন প্রতিমা ভাঙচুরের অনেকগুলো ঘটনাই ঘটছে তুচ্ছ কারণে-আইজিপি

প্রাইভেটকারে দুই লাশ : সিসিটিভি ফুটেজ দেখে যা বলছে পুলিশ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:৪০:৫৪ অপরাহ্ন
প্রাইভেটকারে দুই লাশ : সিসিটিভি ফুটেজ দেখে যা বলছে পুলিশ
রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের বেজমেন্টে প্রাইভেটকারের ভেতরে থাকা দুইজনের লাশ উদ্ধারের বিষয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বলছে, গত রোববার ভোরের দিকে সেখানে প্রাইভেটকারটি পার্কিং করা হয়। গাড়িতে তারা দুইজন ছাড়া বাইরের কেউ ছিলেন না। এছাড়া তাদের শরীরেও তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গতকাল সোমবার বেজমেন্টে পার্কিং অবস্থায় ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন নোয়াখালীর চাটখিলের গোমাতলীর বাসিন্দা গাড়িচালক জাকির ও তার চাচাতো ভাই মিজান। গাড়ির নম্বর ধরে প্রাইভেটকার মালিক জোবায়ের আহমেদ সৌরভকে খুঁজে বের করে তার মাধ্যমে দুজনের পরিচয় জানা যায়।
প্রাইভেটকারের ভেতরে চালকের আসনে পাওয়া গেছে জাকিরের লাশ। আর পেছনের আসনে পাওয়া যায় মিজানের নিথর দেহ। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা গেছে, গাড়িতে তারা দুইজন ছাড়া বাইরের কেউ ছিলেন না। গত রোববার গাড়ির মালিক ভোরের দিকে সেখানে গাড়ি থেকে নেমে চলে যান। তখন চালক গাড়িটি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করেন। এর আগে মিজান গাড়ি থেকে নেমে গেলেও আবার ওঠেন। সিসিটিভির ফুটেজে এরকম দৃশ্যই দেখা গেছে। তাদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে মাসুদ আলম বলেন, গাড়ির ভেতর থেকে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। হাসপাতালটিতে নিহতদের গ্রামের এক পরিচিত ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ কিছুটা পচে গেছে। এছাড়া প্রাইভেটকারের দরজাগুলো লাগানো থাকলেও সেগুলোর লক ছিল না। গাড়ির এসি থেকে কোনো বিষক্রিয়ায় নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিসি। তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স