ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু মাদারীপুরে নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেফতার ছাত্রলীগ নেতা কারাগারে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ মৃত্যু বেড়ে ৩ মাগুরায় টিসিবির ৭৮ টন চাল উদ্ধার তিন জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ জোর করে চুল কেটে দেয়া বৃদ্ধের পরিচয় মিলেছে আওয়ামীপন্থি আইনজীবী রফিকুল কারাগারে আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন- সারজিস বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে- শিক্ষা উপদেষ্টা আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের ফিরে আসা বাড়বে সম্পদ পাচার রোধে আন্তর্জাতিক বিধি-বিধান প্রণয়নের প্রস্তাব আদালতে সাবেক এমপি মুক্তির ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশে চিকুনগুনিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সতর্কতা মেডিকেল টেকনোলজিস্ট বদলি বাণিজ্য নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন প্রতিমা ভাঙচুরের অনেকগুলো ঘটনাই ঘটছে তুচ্ছ কারণে-আইজিপি

ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:২৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:২৭:১৯ অপরাহ্ন
ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা
বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার আফিদা অনূর্ধ্ব-২০ দলকেও এশিয়ার চূড়ান্ত পর্বে উঠিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর মূল পর্বে খেলবে। বাংলাদেশ আট গ্রুপের সেরা রানার্স আপ দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থেকে মূলপর্ব নিশ্চিত করেছে। গত রোববার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত। ঐ ম্যাচে ১-৬ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশ ৬ পয়েন্ট ও ৫ গোল গড় নিয়ে অন্য গ্রুপের দিকে তাকিয়ে ছিল। ই গ্রুপে চীন ও লেবানন দুই দলেরই সমান ৬ পয়েন্ট ছিল। ঐ ম্যাচ ড্র হলে বাংলাদেশ সংকটে পড়ত। চীন বড় ব্যবধানে জেতায় লেবাননের পয়েন্ট ৬ থাকলেও গোল গড় দাড়ায় -৬। বি গ্রুপে কিরগিজস্তান ও ভিয়েতনামের ম্যাচটিও ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কিরগিজস্তান ঐ ম্যাচে জিতলে ভিয়েতনাম, কিরগিজস্তান ও হংকংয়ের সমান ৬ পয়েন্ট হতো। তখন হেড টু হেড হিসেবে কিরগিজস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হতো। সেক্ষেত্রে ভিয়েতনাম গ্রুপ রানার্স আপ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ ছিল বাংলাদেশের চেয়ে। এত জটিলতা হয়নি ভিয়েতনাম ৩-০ গোলে জেতায় হংকংয়ের ছয় পয়েন্ট থাকলেও গোল গড় -৩। এফ গ্রুপে ইরানেরও ছয় পয়েন্ট থাকলেও তাদের গোল গড় মাইনাস। এ এবং ডি গ্রুপের রানার্স আপ দলের পয়েন্ট মাত্র ৪। ফলে বাংলাদেশ বাকি তিন সেরা রানার্স আপ দলের মধ্যে রয়েছে। সি গ্রুপে রানার্স আপ পজিশনে রয়েছে চাইনিজ তাইপে। তাদের পয়েন্ট ৬ আর গোল ব্যবধান ৭। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই গোলের বেশি ব্যবধানে হারলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়বে গোল ব্যবধানে। জি গ্রুপে উজবেকিস্তান-জর্ডানের পয়েন্টও ৬। দুই দলেরই গোল ব্যবধান যথাক্রমে ১৬ ও ১১। দুই দলের মধ্যকার ম্যাচে ৪-৫ গোলের ব্যবধানে হারলেও দুই দলই চূড়ান্ত পর্বে খেলতে পারবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স