ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভেঞ্চার ক্যাপিটাল তহবিল করছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার ১১ ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক টানা পাঁচ কার্যদিবস পতনে পুঁজিবাজার পাল্টে যাবে বিশ্ব রাজনীতির গতিপথ গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক ইয়ামালের গোলে বার্সার গাম্পার ট্রফি জয় রোনালদো জোড়া গোলেও জয় পেলোনা আল নাসর অরল্যান্ডো সিটির কাছে এক হালি হজম করলো মেসির মায়ামি ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো জুনিয়র টাইগাররা র‌্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেলো টাইগাররা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২৯৩ তুরাগে গড়ে উঠেছে অবৈধ গ্যারেজ ও চার্জিং পয়েন্ট ছয় মাসে মাত্র ৫ দিন ক্লাস, ছাত্র দিয়ে করাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ

সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যাচেষ্টা গ্রেফতার ১

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:১৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:১৬:১৩ অপরাহ্ন
সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যাচেষ্টা গ্রেফতার ১
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হেলাল হোসেন কবির নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে বেদম মারধর করে হত্যাচেষ্টা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি ও তার মা আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই সোহরাব আলী (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা ঢঢগাছ এলাকায় এ ঘটনা ঘটে। হেলাল হোসেন কবির স্থানীয় পত্রিকা ‘সাপ্তাহিক আলোর মনি’ -এর নির্বাহী সম্পাদক ও কবি। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি গ্রেপ্তার আলী একই এলাকার মকবুল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে সাংবাদিক কবির পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হলে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তার পকেট থেকে ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে তার গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এ সময় তার মা ছামছুন্নাহার বেগম লুসি ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত সাংবাদিক ও তার মাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক কবির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এ মামলায় পুলিশ রাতেই প্রধান অভিযুক্ত সোহরাব আলীকে গ্রেপ্তার করে। লালমনিরহাট সদর থানার ওসি নুর নবী জানান, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য