ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিফার ভাবনায় ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ আলভারেজের হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয়ে ফিরল অ্যাতলেতিকো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে আপত্তি মানববন্ধনে শিক্ষকরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক আহমদ রফিক ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি, জামায়াত ৩৩ দশমিক ৫ শতাংশ : জরিপ সারাদেশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা বড় হচ্ছে ফায়ার ফাইটারদের মৃত্যুর মিছিল রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা -প্রেস সচিব প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন নভেম্বরে আ’লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেফতার ২৪৪ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায় দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে ৩ মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

চাকরিচ্যুতদের বিক্ষোভে চট্টগ্রামের পটিয়ায় ২০ ব্যাংকের কার্যক্রম বন্ধ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:১২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:১২:১২ অপরাহ্ন
চাকরিচ্যুতদের বিক্ষোভে চট্টগ্রামের পটিয়ায় ২০ ব্যাংকের কার্যক্রম বন্ধ
ছয়টি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভের মুখে গতকাল রোববার কয়েক ঘন্টার জন্য চট্টগ্রামের পটিয়ায় কমপক্ষে ২০টি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি সবকয়টি ব্যাংকের এটিএম বুথ অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। কোনো কোনো ব্যাংকের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। টাঙানো হয়েছে ব্যানার। এতে বিপাকে পড়েছেন ব্যাংকিং সেবা নিতে আসা লোকজন। গতকাল রোববার পটিয়া উপজেলার পৌরসভার শহীদ ছবুর সড়কে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সাত হাজারের মতো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের অধিকাংশই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। চাকরিচ্যুতরা বেশ কিছুদিন ধরে চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর অংশ হিসেবে রোববার পটিয়ার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সকাল ৭টায় পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য পটিয়া আদর্শ বিশ্ববিদ্যালয় মাঠে জড়ো হন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখান থেকে সকাল ৯টার দিকে পটিয়ায় অবস্থিত সব ব্যাংকের শাখার সামনে একযোগে অব্স্থান নেন তারা। তাদের বাধার মুখে ৬টি সরকারি এবং ১৪টি বেসরকারি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আন্দোলনে অংশ নেওয়া নজরুল ইসলাম নামে একজন বলেন, ‘সকাল থেকে পটিয়ায় সবকয়টি ব্যাংক বন্ধ করে চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরা আন্দোলন করছি। রোববার বিকাল পর্যন্ত এ কর্মসূচি চলে। আমাদের আন্দোলনে এলাকার সাধারণ মানুষের সম্মতি আছে। এদিকে, বিক্ষোভকারীরা সড়কে কয়েক দফা মিছিল বের করেন। পরে তারা পটিয়া সদরের বিভিন্ন ব্যাংকের মূল ফটকে ব্যানার টানিয়ে এবং ব্যাংকের প্রবেশ পথে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নূরুজ্জামান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ