ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিফার ভাবনায় ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ আলভারেজের হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয়ে ফিরল অ্যাতলেতিকো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে আপত্তি মানববন্ধনে শিক্ষকরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক আহমদ রফিক ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি, জামায়াত ৩৩ দশমিক ৫ শতাংশ : জরিপ সারাদেশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা বড় হচ্ছে ফায়ার ফাইটারদের মৃত্যুর মিছিল রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা -প্রেস সচিব প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন নভেম্বরে আ’লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেফতার ২৪৪ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায় দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে ৩ মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত লাশ : মূলহোতাসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৬:৫২ অপরাহ্ন
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত লাশ : মূলহোতাসহ গ্রেফতার ৩
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ হত্যার ঘটনায় গত শনিবার দুপুর আড়াইটায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মূলহোতা আপেল মাহমুদ সাদেক (৪২), তার স্ত্রী শাওন বেগম (৩২) ও সহযোগী সাজ্জাদ হোসেন রনি (২৫)। গতকাল রোববার রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকায় সড়কের ধারে দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশ খুলে দেখে এর ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৫ বছর বয়সী অলি মিয়ার মাথাবিহীন আট টুকরো লাশ। নিহতের বাড়ি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামে। তিনি আরও জানান, মামলার পর র‌্যাব-১ ও র‌্যাব-৭ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানে চালিয়ে ৯ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মূলহোতা আপেল মাহমুদ সাদেক, তার স্ত্রী শাওন বেগম ও সহযোগী সাজ্জাদ হোসেন রনিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ব্যক্তিগত শত্রুতার জেরে এবং পূর্বের বিরোধের কারণে অলি মিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ টুকরো করে ট্রাভেল ব্যাগে ভরে ফেলে রাখা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক প্রশ্নের জবাবে র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এর পেশায় ব্যবসায়ী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিদের বসবাসরত বাসার বাথরুমের বাংকারের ওপর থেকে হত্যার আলামত ও লাশ কাটায় স্কু ব্লেট ব্যবহার করা হয় তা উদ্ধার করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ