ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নির্বাচনে ৮০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা জালিয়াতির ফাঁদে জনগণ যেভাবে চাইবে দেশ সেভাবেই পরিচালিত হবে-তারেক রহমান ইসি চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে, ‘না ভোট’ও ফিরছেÑইসি সানাউল্লাহ মিয়ানমারে গোলাগুলি বাংলাদেশে আতঙ্ক মিয়ানমারে গোলাগুলি বাংলাদেশে আতঙ্ক ভেঞ্চার ক্যাপিটাল তহবিল করছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার ১১ ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক টানা পাঁচ কার্যদিবস পতনে পুঁজিবাজার পাল্টে যাবে বিশ্ব রাজনীতির গতিপথ গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক ইয়ামালের গোলে বার্সার গাম্পার ট্রফি জয় রোনালদো জোড়া গোলেও জয় পেলোনা আল নাসর অরল্যান্ডো সিটির কাছে এক হালি হজম করলো মেসির মায়ামি ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা

আত্রাইয়ে পানির নিচে প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:২৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:২৬:৩১ পূর্বাহ্ন
আত্রাইয়ে পানির নিচে প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান
আত্রাই (নওগাঁ) থকে মো. কাজী রহমান উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানি এবং একটানা ভারী বৃষ্টিপাতে বেড়ে গেছে নদ-নদীর পানি। আত্রাই উপজেলার নিন্মাঞ্চলে মাঠের রোপনকৃত প্রায় দেড় হাজার বিঘা (৩৩ শতকে এক বিঘা) জমির আমন ধান পানির নিচে ডুবে গেছে। কৃষকরা বলছেন, ২/১ দিনের মধ্যে মাঠ থেকে পানি নামা শুরু হলে হয়তো খুব বেশি ক্ষতি হবেনা। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই পানি নেমে যাওয়ার সম্ভবনা কম। বরং বৃষ্টিপাত হলে পানি আরো বাড়তে পারে। ফলে আমন আবাদে চরম ক্ষতির মুখে পরেছেন এই উপজেলার কৃষকরা। আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, চলতি মৌসুমে এই উপজেলায় ৬ হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করেছেন কৃষকরা। এর মধ্যে ভারী বৃষ্টিপাতে এবং উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মনিয়ারী, বিশা ও ভোঁপাড়া ইউনিয়নের বিভিন্ন মাঠ প্লাবিত হয়েছে। গত শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। যদি ২/১ দিনের মধ্যে পানি কমতে থাকে তাহলে কিছুটা ধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, তিনি এই মৌসুমে প্রায় ৯০ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছেন। কিন্তু নদী থেকে মাঠে পানি প্রবেশ করায় এবং একটানা ভারী বৃষ্টিপাতে সবগুলো ধান ডুবে গেছে। এসব ধান পানির নিচে পঁচন ধরেছে। ফলে পানি নেমে গেলেও ধান হওয়ার সম্ভাবনা নেই। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। মনিয়ারী গ্রামের কৃষক আ. আলিম জানান, তিনি এবার প্রায় ১০ বিঘা জমি বর্গা নিয়ে ধান রোপণ করেছেন। পানিতে সবগুলো জমির ধান ডুবে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্নবাসনের দাবি জানান। সাহেবগঞ্জ গ্রামের কৃষক মুজাম বলেন, পাঁচুপুর ইউনিয়নের অনেক জমি পানির নিচে তলিয়ে আছে। কোথাও আবার কালভাট বন্ধ করে রেখেছে। এর ফলে অনেক কৃষক বিপদে আছে। এবিষয়ে কেউ কোনো ব্যবস্থাও গ্রহণ করছে না। এদিকে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, একটানা ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদ-নদীতে বৃদ্ধি পাচ্ছে। গত শনিবার দুপুর ১২টা নাগাদ আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা পয়েন্টে বিপদ সিমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে ২/১ দিনের মধ্যে পানি কমা শুরু হবে। আর যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য