ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শর্তের বেড়াজালে ত্রয়োদশ নির্বাচনী যাত্রা অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে- রিজভী বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধÑ ডিএমপি বন্ধ হলো কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব জলকপাট নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন হত্যাকাণ্ডে চার জনের সংশ্লিষ্টতা গ্রেফতার ১৪ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কারিগরি অধিদফতরের সামনে অবস্থান শিক্ষার্থীদের ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে বিমান ওঠানামায় বাড়ছে ঝুঁকি আদাবরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক প্রাথমিকের জন্য ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার জব্দ সম্পদের ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে দুদক আমতলীতে জাতীয় ও যুব আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন টেলর সুইফট এবার হত্যার হুমকি পেলেন কমল হাসান

সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:৪৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:৪৩:০৫ পূর্বাহ্ন
সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা
লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী
লক্ষ্মীপুর জেলার  রায়পুর উপজেলার  ২নং উত্তর চরবংশী, ইউনিয়নের, উত্তর চরবংশী, মুলা বেপারি বাড়ি নিবাসী মৃত সেকান্তর বেপারির ছোট ছেলে  সেরাজুল  বেপারী (৩৫) গত ৭ আগস্ট সৌদি আরব ডিউটিরত অবস্থা এক্সিডেন্ট করে বাংলাদেশ সময় আনুমানিক ৫টার সময় মৃত্যুবরণ করেন। তার লাশ সৌদি আরবের  রাজধানী  রিয়াদ মনুসিয়া রিমন মেডিকেল মর্গে রাখা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি মেয়ে সন্তান বৃদ্ধা মা রেখে যান। মৃত সেরাজুল বেপারির মা জানান তার ছেলের লাশ বাংলাদেশে আনতে ৩ লাখ টাকা লাগবে।  এত টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব না। তাই তার ছেলেকে শেষ দেখা পরিবার বর্গের সুযোগ হবে না।
এদিকে দুর্ঘটনায় মৃত সিরাজুল বেপারীর স্ত্রী আমাদের প্রতিবেদক কে  জানান আমার স্বামী টাকা ধার দেনা করে বিদেশে যান,  দেনা পরিশোধ না হতেই এই দুর্ঘটনা ঘটে। যেই কয় টাকা বেতন পেতেন তা  দিয়ে খুবই কষ্টে পরিবারের খরচ চালানো হতো। অবশিষ্ট কোন টাকা থাকতো না।টাকার অভাবে আমার স্বামীর লাশ  দেশে আনতে পারবো না এর জন্য স্বামীর মুখটা শেষ দেখা ও দেখতে পারবো না। এদিকে অএ এলাকার  আস-সবুর ফাউন্ডেশন জানান ১ লাখ টাকা তারা জোগার করে দিতে পারবে কিন্তু তিন লক্ষ টাকা তাদের পক্ষে দেয়া সম্ভব না। এলাকা বাসি জানান বাংলাদেশ প্রবাসী কল্যান মন্ত্রনালয় যদি পাশে দাঁড়ায়  তা হলে লাশ বাংলাদেশে আনা সম্ভব হতো। বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন,  প্রবাসী বাংলাদেশির এমন মৃত্যু কখনো কেউ কামনা করে না।বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন নিরীহ সেরাজুলের অসহায় পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে  মৃত্যু সেরাজুলের লাশটি পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করলে অসহায় পরিবারটি চির কৃতজ্ঞ থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য