ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে

নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপির হিসাবে অন্তর্ভুক্তির দাবি 

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০২:০৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০২:০৪:৪৩ অপরাহ্ন
নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপির হিসাবে অন্তর্ভুক্তির দাবি  নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপির হিসাবে অন্তর্ভুক্তির দাবি 
বাংলাদেশের নারীরা গৃহস্থালিতে অবৈতনিক যে কাজ করেন, হিসাবে ধরলে তার পরিমাণ জিডিপির প্রায় ১৫ শতাংশে দাঁড়াবে জানিয়ে এর স্বীকৃতির দাবি জানানো হয়েছে একটি আলোচনা অনুষ্ঠান থেকেগতকাল রোববার ঢাকায় মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ওই আলোচনা অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে উদ্যোগ নেবেন তিনিনারীদের গৃহস্থালির অবৈতনিক কাজ নিয়ে ২০২১ সালে একটি গবেষণা করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসগতকাল রোববার আলোচনা অনুষ্ঠানে ওই গবেষণার ফলাফল তুলে ধরে বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল বলেন, আট হাজার পরিবারে প্রায় ১৮ হাজার মানুষের মধ্যে টাইম ইউজ সার্ভেকরেছিলেন তারাজিডিপির হিসাবে আনলে তার আর্থিক পরিমাণ কত হত, সেটি গবেষণায় দেখা হয়েছেনারীরা গৃহস্থালিতে অবৈতনিক যে কাজ করেন, ২০২১ সালের জিডিপির হিসাবে তা হত ১৪ দশমিক ৮০ শতাংশআর পুরুষদের অবৈতনিক কাজের পরিমাণ ছিল ২ দশমিক ৮০ শতাংশনারীদের গৃহস্থালির কাজকে স্বীকৃতির আওতায় আনার সম্ভাবনা ও প্রতিবন্ধকতার বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারাআসন্ন বাজেটেই নারীদের বৈতনিক কাজের অর্থনৈতিক দিকের স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারামানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “আমরা চাই, আগামী বাজেটে নারীর কাজ মূল্যায়ন করে স্যাটেলাইটস সিস্টেম অব অ্যাকাউন্টস ব্যবহার করে, আমরা সমান্তরালভাবে দেখাব, যদি জিডিপিতে আসত, তাহলে এটার মূল্য এতঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা অনুষ্ঠানে বলেন, “আমরা গবেষণায় দেখেছি, নারীর অবৈতনিক কাজ যদি ১ ঘণ্টা কমানো হয়, তাহলে মূলধারা শ্রম বাজারে তার কাজ করার সম্ভাবনা ২ শতাংশ বেড়ে যায়অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা বলেন, এবারের বাজেট বক্তৃতা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছেতবে, এই স্বীকৃতি যাতে কোনোভাবে আসে, সে বিষয়ে অর্থমন্ত্রীকে তিনি বলবেনবক্তৃতায় তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশের স্মার্ট অর্থনীতি গৃহস্থালির কেয়ার ইকোনমিবাদ রেখে হবে নাসেজন্য তাদের অবৈতনিক গৃহস্থালির কাজকে জিডিপির বাইরে রাখার কোনো কারণ নাইতাদের এই অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে তাদের কাজকে স্বীকৃতি দেওয়া উচিতদ্বাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভায় নারীদের গৃহস্থালির কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের সুপারিশ করার কথা তুলে ধরেন অর্থ প্রতিমন্ত্রীব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, “অর্থনৈতিক উদ্বেগের পাশাপাশি পারিবারিক দায়িত্ববোধ ও বণ্টনের বিষয়ও আমাদের তুলে ধরতে হবেসন্তান লালন-পালন নিশ্চিতভাবে বাজার কার্যক্রমনয়আমাদেরকে সেটা বুঝতে হবেএটার অন্য অনেক দিক থাকতে পারে, কিন্তু এটাকে বাজার কার্যক্রমেনিয়ে আসা ঠিক হবে নাবিশ্বব্যাপী এটি এখন আলোচনার বিষয়বস্তু যে, কীভাবে পুঁজিবাদী বিশ্ব তার বাইপ্রোডাক্ট হিসাবে সব কিছুকে বাজারি অর্থনীতিতে নিয়ে আসছেএ কারণে অবৈতনিক কাজকে কেবল কেয়ার ইকোনমির মধ্যে সীমাবদ্ধ করা ঠিক হবে নাতবে, পারিবারিক রীতির রূপান্তরওবাজেটে অন্তর্ভুক্ত হওয়ার মত বিষয় হতে পারে বলে মন্তব্য করেন তিনিএ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদিশা বলেন, “সঠিক বরাদ্দ দিয়ে উদ্যোগ নিলে লিঙ্গভিত্তিক রীতিরও পরিবর্তন করা যায়তবে, এটা সময়সাপেক্ষ হতে পারে” ‘রিকগনিশন অব আনপেইড কেয়ার ওয়ার্ক: এ স্টেপ টোয়ার্ডস ফিন্যান্সিয়াল অ্যান্ড সোশ্যাল এমপাওয়ারমেন্ট অব উইমেনশীর্ষক জাতীয় সেমিনারে অন্যান্যের মধ্যে ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বক্তব্য দেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স