ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শর্তের বেড়াজালে ত্রয়োদশ নির্বাচনী যাত্রা অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে- রিজভী বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধÑ ডিএমপি বন্ধ হলো কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব জলকপাট নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন হত্যাকাণ্ডে চার জনের সংশ্লিষ্টতা গ্রেফতার ১৪ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কারিগরি অধিদফতরের সামনে অবস্থান শিক্ষার্থীদের ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে বিমান ওঠানামায় বাড়ছে ঝুঁকি আদাবরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক প্রাথমিকের জন্য ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার জব্দ সম্পদের ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে দুদক আমতলীতে জাতীয় ও যুব আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন টেলর সুইফট এবার হত্যার হুমকি পেলেন কমল হাসান

নির্বাচনকে দৃষ্টান্তে পরিণত করতে কাজ করছে পুলিশ-ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০২:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০২:৩৩:৩২ অপরাহ্ন
নির্বাচনকে দৃষ্টান্তে পরিণত করতে কাজ করছে পুলিশ-ডিএমপি কমিশনার
আসন্ন জাতীয় নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। পুলিশ সদস্যদের উদ্দেশে এ কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গত শুক্রবার বিকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দিকনির্দেশনা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এই নির্বাচনকে দেশে-বিদেশে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করবে। তিনি আরও জানান, গত বছরে বিশেষ করে, মেট্রোপলিটন পুলিশের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এক সময় পুলিশ বাহিনী ভঙ্গুর অবস্থায় থাকলেও এখন অনেকটাই পেশাদারিত্বে ফিরে এসেছে। এই ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির সেবায় কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে, অনুষ্ঠানে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় আচরণ করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে। ধর্মীয় দিকনির্দেশনার উল্লেখ করে তিনি সুরা সোয়াদের ২৬ নম্বর আয়াত উদ্ধৃত করেন ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়াল-খুশির অনুসরণ করো না, করলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’ তিনি ধর্মীয়, মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনের দিকনির্দেশনা তুলে ধরেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি পুলিশের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স