ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

অবকাঠামো নির্মাণ চক্রের কাছে সরকার জিম্মি : শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০১:২৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০১:২৬:১৮ অপরাহ্ন
অবকাঠামো নির্মাণ চক্রের কাছে সরকার জিম্মি : শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
বিভিন্ন নির্মাণ কাজের অর্ডার নিয়ে জিনিসপত্রের দাম বাড়ার অপেক্ষা করে একটি চক্রএভাবে বাজেটের একটি বড় অংশ এ চক্রের পেছনে খরচ হয়ে যায় বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলগতকাল রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়নবিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেনআন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়শিক্ষামন্ত্রী বলেন, একসঙ্গে অনেক কাজ নিয়ে বিক্রি করে দেয়, বাস্তবায়ন দীর্ঘায়িত করে, রেট শিডিউল বাড়ানোর জন্য অপেক্ষা করে একটি চক্রতারা সরকারকে জিম্মি করে ফেলছেএ চক্র থেকে আমাদের মুক্তি পেতে হবেতিনি বলেন, কাজের ভ্যারিয়েশন ঠিক রাখা, নতুন চুক্তি করা- এসব করতে গিয়ে বাজেটের একটি বড় অংশ এ চক্রের পেছনে খরচ হয়ে যাচ্ছেএ জায়গাতে শিক্ষা প্রকৌশলের সক্ষমতা ছাড়াও নৈতিকতার বিষয়টিও স্পষ্ট থাকেসে বিষয়ে সচেতন থাকতে হবেএ ধরনের চক্রকে প্রতিহত করে প্রকৃত প্রকৌশলীদের কাজ দেয়ার পক্ষে মত দিয়েছেন তিনিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নির্মাণ কাজের অর্ডার নেয়ার অনেক লোক বসে আছেনতাদেরকে আমরা এ কাজে কীভাবে সম্পৃক্ত করতে পারি সে বিষয়ে আমাদের ভাবনার সুযোগ রয়েছেমন্ত্রী বলেন, বিদ্যালয়গুলো শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ডভবন নির্মাণে শিক্ষা প্রকৌশলীদের দ্রুততার সঙ্গে কাজ করার সুনাম রয়েছেকিছু বিনিয়োগ দৃশ্যমান হয়ভবন দৃশ্যমান শুধু শহরাঞ্চলে নয়, প্রান্তিক পর্যায়েও শিক্ষাকে সুসংহত করার একটি পদক্ষেপদাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৌশলীদের মাঠে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবন নির্মাণের কার্যক্রমকে সাসটেইনেবল ও গ্রিন বিল্ডিং করা যায় কি না সেদিকে লক্ষ্য রেখে ডিজাইন করার ব্যাপারে প্রকৌশলীদের ভাবতে হবেবিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে পরিবেশবান্ধব ভবন নির্মাণ, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইনে পরিবর্তন আনার ব্যাপারেও তাগিদ দেন তিনিতিনি বলেন, শিক্ষা প্রকৌশল সরাসরিভাবে শিক্ষার সঙ্গে জড়িতশিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়াররাই পরিমিত ব্যয়ের মাধ্যমে ভবন নির্মাণ করে গবেষণায় বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারেনঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারএতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স