ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরাকান আর্মির নির্যাতন ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ-বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে খাদ্যসহ পণ্য রফতানি বন্ধ হবে কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য

অবকাঠামো নির্মাণ চক্রের কাছে সরকার জিম্মি : শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০১:২৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০১:২৬:১৮ অপরাহ্ন
অবকাঠামো নির্মাণ চক্রের কাছে সরকার জিম্মি : শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
বিভিন্ন নির্মাণ কাজের অর্ডার নিয়ে জিনিসপত্রের দাম বাড়ার অপেক্ষা করে একটি চক্রএভাবে বাজেটের একটি বড় অংশ এ চক্রের পেছনে খরচ হয়ে যায় বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলগতকাল রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়নবিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেনআন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়শিক্ষামন্ত্রী বলেন, একসঙ্গে অনেক কাজ নিয়ে বিক্রি করে দেয়, বাস্তবায়ন দীর্ঘায়িত করে, রেট শিডিউল বাড়ানোর জন্য অপেক্ষা করে একটি চক্রতারা সরকারকে জিম্মি করে ফেলছেএ চক্র থেকে আমাদের মুক্তি পেতে হবেতিনি বলেন, কাজের ভ্যারিয়েশন ঠিক রাখা, নতুন চুক্তি করা- এসব করতে গিয়ে বাজেটের একটি বড় অংশ এ চক্রের পেছনে খরচ হয়ে যাচ্ছেএ জায়গাতে শিক্ষা প্রকৌশলের সক্ষমতা ছাড়াও নৈতিকতার বিষয়টিও স্পষ্ট থাকেসে বিষয়ে সচেতন থাকতে হবেএ ধরনের চক্রকে প্রতিহত করে প্রকৃত প্রকৌশলীদের কাজ দেয়ার পক্ষে মত দিয়েছেন তিনিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নির্মাণ কাজের অর্ডার নেয়ার অনেক লোক বসে আছেনতাদেরকে আমরা এ কাজে কীভাবে সম্পৃক্ত করতে পারি সে বিষয়ে আমাদের ভাবনার সুযোগ রয়েছেমন্ত্রী বলেন, বিদ্যালয়গুলো শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ডভবন নির্মাণে শিক্ষা প্রকৌশলীদের দ্রুততার সঙ্গে কাজ করার সুনাম রয়েছেকিছু বিনিয়োগ দৃশ্যমান হয়ভবন দৃশ্যমান শুধু শহরাঞ্চলে নয়, প্রান্তিক পর্যায়েও শিক্ষাকে সুসংহত করার একটি পদক্ষেপদাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৌশলীদের মাঠে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবন নির্মাণের কার্যক্রমকে সাসটেইনেবল ও গ্রিন বিল্ডিং করা যায় কি না সেদিকে লক্ষ্য রেখে ডিজাইন করার ব্যাপারে প্রকৌশলীদের ভাবতে হবেবিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে পরিবেশবান্ধব ভবন নির্মাণ, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইনে পরিবর্তন আনার ব্যাপারেও তাগিদ দেন তিনিতিনি বলেন, শিক্ষা প্রকৌশল সরাসরিভাবে শিক্ষার সঙ্গে জড়িতশিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়াররাই পরিমিত ব্যয়ের মাধ্যমে ভবন নির্মাণ করে গবেষণায় বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারেনঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারএতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ