ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
উদ্বোধনের ২ বছরেই দেওয়ালে ফাটল কেন্দুয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আত্রাইয়ে পানির নিচে প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান ইউরোপের শ্রমবাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সাড়ে পাঁচ বছরে সড়কে ঝরেছে ৩৭ হাজার প্রাণ সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা সুন্দরগঞ্জে ব্যবসায়ী আনারুলের রোষানলে নিঃস্ব এলাকাবাসী রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার পাইকগাছায় পাটচাষির সোনালি স্বপ্ন অতিবৃষ্টিতে ভেসে গেছে শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নির্বাচন কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড দোকান বরাদ্দে অনিয়ম কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান সিলেট-৬ এ নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা সৈয়দা আদিবা হোসেন চৌমুহনীতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ কলমাকান্দায় র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ঈশ্বরগঞ্জে মাদক কারবারি হাড্ডি বাবুসহ ৪ জন গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন তিস্তায় ফের পানি বৃদ্ধি খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ আটক ২ ১৬ বছরে একদিনও আসেননি কলেজে ফের নিয়োগ পাচ্ছেন বরখাস্ত হওয়া ৩ শিক্ষক দক্ষিণ চট্টগ্রামে পাহাড়ে পেয়ারার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জোয়ারের পানিতে দিনে দু‘বার ভাসছে মোরেলগঞ্জ পৌর শহর

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১১:৫০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১১:৫০:৪৮ পূর্বাহ্ন
জোয়ারের পানিতে দিনে দু‘বার ভাসছে মোরেলগঞ্জ পৌর শহর
মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে রাজীব আহসান রাজু বাগেররহাটের মোরেলগঞ্জে অতিরিক্ত জোয়ারের পানিতে দিনে দুইবার ভাসছে পৌর শহর। স্থানীয়দের দাবি শহর রক্ষা বাঁধসহ সন্ন্যাসী হয়ে ঘষিয়াখালী পর্যন্ত নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত হুমকিতেই থাকতে হচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় পানগুছি নদীর তীরবর্তী পৌর শহরের ফেরীঘাট সংলগ্ন এলাকা বারইখালী ইউনিয়নের কাশ্মীর, বলইবুনিয়ার শ্রেণিখালী, বহরবুনিয়ার ফুলহাতা, ঘষিয়াখালী, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম সহ ২৫টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে আছে। এদিকে খাউলিয়ার গাবতলায় নতুন করে আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা ধসে গেছে। বারইখালীর ১০৯ নং উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পানির নিচে। বারইখালী ইউনিন জামায়েত ইসলামীর সভাপতি মহিবুল্লাহ রফিক বলেন, বারইখালী ইউনিয়নের ভড়াঘাটা গ্রামে দীর্ঘদিন ধরে এক কিলোমিটার রাস্তা বেহাল দশা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ছাড়াও পঞ্চকরনের দেবরাজের পানিউন্নয়ন বোর্ডের আওতাধীন ১২শ’ মিটার অস্থায়ী বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। পৌর শহরের কাপুড়িয়া পট্টির কাঁচা বাজার কলেজ রোড, কেজি স্কুল সডক, উপজেলা প্রশাসনিক চত্বর পানিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোস্তাফিজুর রহমান নান্নু, বারইখালী গ্রামের মো. বিপ্লব কাজী, পান ব্যবসায়ী রশিদ বেপারী, মোরেলগঞ্জ শহরের কাপড় ব্যবসায়ী আল আমিন শেখ, সাইফুল ইসলাম, বৃদ্ধ জয়নাল আবেদিন বলেন, জোয়ারের পানি দোকানে ঢুকে পড়ে কয়েক ঘন্টা বেচা বিক্রি বন্ধ থাকে। ক্রেতারা পড়ে চরম ভোগান্তিতে। শুধু শুনে আসছি বেড়িবাঁধ হবে! এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট জেলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেছেন, মোরেলগঞ্জ উপজেলায় ইতোমধ্যে পানগুছি প্রকল্পের মাধ্যমে ৬৫০ কোটি টাকার বেড়িবাঁধের কাজ ২০২৩ সালে খাউলিয়া থেকে ফেরীঘাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এবং শ্রেণিখালী এলাকায় দেড় কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। ভাঙন কবলিত বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য