এম এ মান্নান , পোরশা নওগাঁ প্রতিনিধি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে নওগাঁ জেলার পোরশা উপজেলা সকল সাংবাদিকরা মানববন্ধন করেছেন ।
শনিবার বেলা ১১ ঘটিকার সময় সারাইগাছি চৌরাস্তায় আয়োজিত কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা অংশ নেন।বক্তব্য দেন করতোয়া পত্রিকার সাংবাদিক ডি এম রাসেদ, আমার সামবাদের সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন ও দৈনিক সময়ের মূল্য সাংবাদিক মোঃ আমির উদ্দিন বাবু।
বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যার বিচার ,গ্রেফতার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে অন্তবর্তী সরকারের কাছে দাবি জানাই। তারা যেন দ্রুত সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করেন ।তা না হলে সঠিক সংবাদ সংগ্রহে সাংবাদিকরা নিরাপত্তা হীনতায় ভুগবে।
আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের আগস্ট পত্রিকায় গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং সাংবাদিকতার পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন।
বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা মোড়ে ঈদগা মার্কেটের সামনে অস্ত্রধারীরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ।প্রকাশ্যে এক ব্যক্তির উপর হামলার ভিডিও ধারণ করায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে
পুলিশ।
পরিশেষে সকল সাংবাদিক বিন্দুর পক্ষ থেকে তার বিদায় আত্মার মাগফেরাত কামনা করা হয় আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এই কামনায় করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
