ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণঅভ্যুত্থানের ভুয়া মামলা বাণিজ্য গণপিটুনিতে থামছে না হত্যাকাণ্ড ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি গ্রাভিটন উদ্বোধন করলেন কন্ঠশিল্পী তাহসান জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা পুষ্টি কর্মসূচি শিশুস্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে যশোরে ১১ আ’লীগ নেতার আদালতে আত্মসমর্পণ ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২ হবিগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট স্মার্ট পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে আটাব-আরেফ মালয়েশিয়ায় আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করলেন রাষ্ট্রপতি উৎপাদনশীলতার দিকে এগিয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স শিল্পখাত আ’লীগ সরকারের সুবিধাভোগী জসিম মোল্লা এখন বিএনপি নেতা ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ? দেশ গঠনে কোনও আপস করবো না -নাহিদ এবার অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদ বিশিষ্ট নাগরিকদের মালয়েশিয়ায় শ্রমবাজার হারানোর শঙ্কা পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

সোনাগাজীতে কবরস্থানের নামে মাস্টার প্রফুল্ল নাথের জমি দখলের পাঁয়তারা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ১২:১১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ১২:১১:৪৮ অপরাহ্ন
সোনাগাজীতে কবরস্থানের নামে মাস্টার প্রফুল্ল নাথের জমি দখলের পাঁয়তারা সোনাগাজীতে কবরস্থানের নামে মাস্টার প্রফুল্ল নাথের জমি দখলের পাঁয়তারা
স্টাফ রিপোর্টার
ফেনীর সোনাগাজীতে মুসলিমদের কবরস্থানের নামে কৌশলে এক হিন্দু পরিবারের ৭ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছেউপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ডাক্তার গোপালের বাড়িতে এ ঘটনা ঘটেক্ষতিগ্রস্ত জমির মালিক মাস্টার প্রফুল্ল নাথ, প্রিয়তোষ নাথ ও ডাক্তার গোপাল নাথের দুই ছেলে জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেনজানা গেছে, বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের গোপাল ডাক্তার বাড়ির সঙ্গে কয়েকটি মুসলিম পরিবারের বসবাসএসূত্রে হিন্দু ও মুসলিম পরিবারগুলোর ভালো সম্পর্ক রয়েছেসেখানে মুসলিম পরিবারগুলোর জন্য কোন কবরস্থান নেইশত বছর পূর্বে এক মুসলিম প্রতিবেশিকে কবর দেয়ার অনুমতি দিয়েছিলেন মাস্টার প্রফুল্ল নাথের পূর্বপুরুষরাএর ধারাবাহিকতা চলে দীর্ঘদিনইতোমধ্যে কবরের জায়গা সম্প্রসারণ ও মাটি ভরাটের চেষ্টা করে মুসলিম পরিবারগুলোএতে বাধা দেয় জমির মালিকগণগত ১৩ এপ্রিল পূর্ব পাইকপাড়া জামে মসজিদের সামনে শালিসী বৈঠক হয়এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল ও সদস্য মো. আলী আল-মনির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাগাজীর সাধারণ সম্পাদক জগবন্ধু নাথ ও দুই সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনওই জমির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল নাথ বলেন, শত বছর আগে মুসলিম পরিবারের কোনো লোক মারা গেলে আমাদের মালিকানাধীন জায়গায় কবর দিতে তারা (মুসলিম) অনুমতি চাইতেনআমরা অনুমতি দিয়েছিরমজানে একটি মৃতদেহ কবর দেয়া হয়েছে, কেউ অনুমতি নেয়নিআবার রাতের আঁধারে গাছ কেটে এবং মাটি ফেলে জায়গা ভরাট করে দখলের চেষ্টা করা হচ্ছেএ জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে অভিযোগ দিয়েছেগত ১৩ এপ্রিল বৈঠকে চেয়ারম্যান কবর স্থানান্তর করতে বলেছেনকিন্তু মিডিয়াতে দেখলাম আমরা নাকি জমি দান করেছিআমরা আমাদের বাড়ির সামনের অংশে কোনভাবে মুসলিমদের কবর দেয়ার অনুমতি দিতে পারি নাঅপর ভূমি মালিক যামিনি নাথ বলেন, কোন স্থাপনা না করার শর্তে কবরগুলো থাকতে পারে বলে সম্মতি দিয়েছিএটুকু দুর্বলতা মনে করে কেউ দখলের চিন্তা করতে পারে নাপাইকপাড়ার সমাজপতি নুরুল ইসলাম জানান, কবর দেয়া জায়গার পরিমাণ ৭ শতাংশওইটুকু আমরা দাবি করেছি, তারাও রাজি হয়েছেনগণমাধ্যমের ২০ শতাংশ দানের বিষয়টি বানোয়াট প্রচারের কারণে দাতারা ক্ষিপ্ত হয়েছেনবগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল জানান, হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো মুসলিম পরিবারের কবরস্থানের জন্য শর্ত সাপেক্ষে ৪ শতাংশ ছাড় দিতে রাজি হয়েছিলআমরা সীমানা করে দিয়েছিলামদ্রুত এ কবর স্থানান্তরের উদ্যোগ নেয়া হবেসোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, পুরো বিষয়টি নজরে এসেছেলিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স