সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে আ. মতিন সরকার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় নির্বাচনী আসনের মনোনীত এমপি পদপ্রার্থীদের নাম ইতোমধ্যেই ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আমীর মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহ্মদ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে ২৯ গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে এমপি প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মামুন মাহ্মুদ। ৩০ গাইবান্ধা-০২ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি হাফেজ আব্দুল মজিদ। ৩১ গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম ফয়জী। ৩২ গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং ৩৩ গাইবান্ধা-০৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুফতী ইউসুফ কাসেমী। গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর ৫ জন প্রার্থী ইতোমধ্যে স্ব-স্ব আসনে পোস্টার-ব্যানারসহ গণসংযোগ অব্যাহত রেখেছেন। সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিজয়ী হবেন বলে মতামত ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
