সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন
২৮ বর্ডার গার্ড (বিজিবি)র সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট নামক স্থান হতে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মালিক বিহীন ৩৩৩ শত পিস ভারতীয় অবৈধ শাড়ি, ১২৯০ পিম কসমেটিক্র আটক করা হয়েছে। গত বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট নামক স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য আটক করা হয়।
আটককৃত শাড়ির মূল্যের আটচল্লিশ লাখ তেত্রিশ হাজার টাকা এবং ১২৯০ পিস কটমেটিক্স যার বর্তমান বাজার মূল্যে সাত লাখ নয় হাজার পাচশ টাকা। যার সর্বমোট সিজার মূল্যে পঞ্চান্ন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামিলের সাথে আরো ১০ জন এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বর্ডার গার্ড (বিজিবি) এর সাথে আরো ১৪ জন। এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবি) এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এসব অবৈধ ভারতীয় গন্য আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির ঊর্ধ্বতন সদর দফতরের কর্তৃপক্ষের নির্দেশে ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবির প্রতিটি সদস্য গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রেখেছেন। আটককৃত সকল অবৈধ ভারতীয় পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলে ও তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
