নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল
নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব ১১। গত ৬ অগাস্ট বিকালে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে। তাদের নিকট থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করা হয়। র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেনের নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার আসামি সে। তাকে শিবপুর থানায় হস্তান্তর করা হবে
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
