ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মজিবর রহমান
দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরতে মশার উপদ্রব বৃদ্ধি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন পৌরবাসী।
জানা যায়, এ বছর ঘন ঘন বৃষ্টি হওয়ায় ঘোড়াঘাট পৌরতে ঝড় জঙ্গল গজে উঠেছে। ওই ঝড় জঙ্গল গজে উঠায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ঘোড়াঘাট পৌরতে কাজ কর্ম করতে আসা লোকজনকে মশার কামড়ে অতিষ্ঠ করে ফেলছে। এ ব্যাপারে ঘোড়াঘাট সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার মহোদয়ের সঙ্গে কথা বললে সে জানান, আমরা ঘোড়াঘাট পৌরতে মশা নিধনমূলক স্প্রে মেশিন ক্রয় করেছি। মশা নিধনমূলক কাজকর্ম অচিরেই শুরু করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
