পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে বোমা বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিস্ফোরণে অন্তত ২ জন পুলিশ সদস্য নিহত ও ১৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই পথচারী। রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই এলাকাটি পাকিস্তানি তালেবানের (টিটিপি) সাবেক ঘাঁটি হিসেবে পরিচিত। ওয়ানা শহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান। এই হামলাগুলোর ফলে এখন পর্যন্ত বহু নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর যাচ্ছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দিকেই। কারণ এই গোষ্ঠী নিয়মিতভাবেই নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের টার্গেট করে। টিটিপি আফগান তালেবানের ঘনিষ্ঠ মিত্র। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে। এরপর অনেক টিটিপি যোদ্ধা ও নেতারা আফগানিস্তানে আশ্রয় নেয় এবং কেউ কেউ খোলাখুলিভাবেই তালেবান শাসনের অধীনে বসবাস করছে। এই আশ্রয় এবং সমর্থন পাকিস্তানে টিটিপিকে আরো সাহসী করে তুলেছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন। এদিকে, পাকিস্তান সরকার উত্তর-পশ্চিমাঞ্চলের আরেকটি জেলা বাজৌরে (বাজুর) একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সেখানে সংঘর্ষ এড়াতে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনা চলছে। এর আগে এমন অভিযানে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্র : এপি
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্য নিহত
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০০:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০০:২০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ