
গাজীপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন


টঙ্গী থেকে দেওয়ান রফিকুল ইসলাম মাখন
গাজীপুরের মাটি জুলাই যোদ্ধাদের ঘাঁটি এই উক্তি সামনে রেখে গত মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ খ্রি. জুলাই পুনর্জাগরণ ও জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের সম্মেলন গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সকাল ৯টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই যোদ্ধারা। জুলাই সকাল ১০টায় শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের সম্মিলিত বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জুলাই সুবিধাজনক সময়ে জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়। মোনাজাত করেন হাফেজ মাওলানা মনিরুজ্জামান। অনুষ্ঠানের পূর্বে কোরান তেলাওয়াত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন গাজীপুরের স্কাউট সদস্যরা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুলাই ঘোষণা বার্তা পাঠ করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা আলোচনা চলমান আছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিনই ভারতে নিরাপদ আশ্রয়ে চলে যান। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের স্মরণে বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মরণে আরও বক্তব্য রাখেন ডিসি নাফিসা আরেফীন, পুলিশ সুপার জাবের ছাদেম, মেজর (অব.) মাহমুদ, মো, ফরহাদ, আরিফুল ইসলাম, মো. বছির আহম্মেদ, জুলাই যোদ্ধা টিপু, সন্তান হারা পিতা শুক্কুর আলী, শহীদ ইমন সিকদার, আব্দুল্লাহ, জাকির কাপাসিয়া, বিপ্লব মাহমুদুর রহমান, মোবাশ্বের, মো. কাউছার, জুলাই যোদ্ধা শামিমা চৌধুরী কালিগঞ্জ, আনিছুর রহমান, জুলাই যোদ্ধা হোসেন আলী কালিয়াকৈর, মিজানুর রহমান, মো, রবিন ও নাইয়িম হোসেন এবং উপস্থিত ছিলেন দেওয়ান রফিকুল ইসলাম মাখন, মো. আল-আমিন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ