
রাজধানীতে মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৪০:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৪০:০৫ অপরাহ্ন


রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাত নারী বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল বেগুনি রঙের বোরকা। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে আনা পথচারীর রফিকুল ইসলাম বলেন, গতকাল সকাল ৮টার দিকে বিমানবন্দর এলাকায় কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সড়কে বাসের ধাক্কায় মটোরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হন। পরে ওই নারীকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ