
সাজেক সড়কে পাহাড়ি ঢল ও জলাবদ্ধতা
শতাধিক পর্যটক আটকা পড়েছেন
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৮:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৮:৪০ অপরাহ্ন


টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-খাগড়াছড়ি সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ গত মঙ্গলবার সকাল থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েক শতাধিক পর্যটক আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বরাতে জানা যায়, মাচালং বাজার এবং বাঘাইহাট বাজার সংলগ্ন নিচু এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। গত মঙ্গলবার সকাল থেকে মাচালং বাজারের অংশে সড়কের ওপর আনুমানিক পাঁচ থেকে ছয় ফুট পানি ছিল। গতকাল বুধবার ও নতুন করে বাঘাইহাট বাজার সংলগ্ন সড়ক অংশ পানির নিচে চলে যায়। এমন অবস্থায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।বাঁশের ভেলা ও নৌকার সাহায্যে সীমিত পর্যটককে পারাপার করার চেষ্টা চলছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে সাজেকে বেড়াতে গিয়েছিলেন, তারা কিছুটা ঝুঁকি নিয়ে সীমিতভাবে ফিরতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া পর্যটকদের অবস্থান করতে হচ্ছে সাজেকেই। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, এখনো সড়কে যে পরিমাণ পানি রয়েছে, তাতে কোনো ধরনের যান চলাচল সম্ভব নয়। একইসঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার জানিয়েছেন, মঙ্গলবার থেকে পরিস্থিতির অবনতি হলেও গতকাল বুধবার সকাল থেকে আবহাওয়া তুলনামূলকভাবে ভালো রয়েছে। নতুন করে বৃষ্টি না হলে কিছুক্ষণের মধ্যেই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।ইউএনও আরও বলেন, আটকে পড়া পর্যটকদের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য স্থানীয় হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে। উল্লেখ্য, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বর্ষা মৌসুমে সাজেক-খাগড়াছড়ি সড়কের কিছু অংশে জলাবদ্ধতা প্রায়ই দেখা দেয়। তবে এ বছর আগের তুলনায় পানির পরিমাণ বেশি হওয়ায় পর্যটকদের বিপাকে পড়তে হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ