ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডিজিটাল হলো আদালত, ভার্চুয়ালিও শুনানি করা যাবে জুলাই ঘোষণাপত্র নিয়ে পক্ষে-বিপক্ষে নানামত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক প্রায় শতকোটি টাকা হারানোর শঙ্কায় দিশেহারা ব্যবসায়ীরা হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ড. ইউনূস জাতিকে দানবীয়-ফ্যাসিবাদের স্বাদ চাখালেন মাত্র এক বছরে-কাজী মামুন সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব-অর্থ উপদেষ্টা ভোটের আগে লটারিতে এসপি-ওসিদের বদলি-স্বরাষ্ট্র উপদেষ্টা শুক্রবার থেকে যমুনাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু : ফখরুল ১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক আগমীকাল জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাহার বাড়ি ফিরলেও হারিয়েছেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ জন আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো- হাসিনার আইনজীবী স্কুলের ল্যাবে বিকট শব্দ আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৫০ গাজীপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন আশুলিয়ায় অভিযান, নারীসহ আটক ১২ রাজধানীতে মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু শতাধিক পর্যটক আটকা পড়েছেন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ‘কোল্ড অ্যান্ড হট টেস্ট’ সম্পন্ন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ‘কোল্ড অ্যান্ড হট টেস্ট’ সম্পন্ন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৬:৪১ অপরাহ্ন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ‘কোল্ড অ্যান্ড হট টেস্ট’ সম্পন্ন
রূপপুর প্রতিনিধি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কার্যক্রমের অংশ হিসেবে টার্বাইনে বাষ্প সরবহরাহকারী পাইপলাইনের ‘কোল্ড অ্যান্ড হট টেস্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর অধীনে পাইপলাইনে বাষ্পের সাহায্যে ‘ব্লো-ডাউন’ কার্যক্রম পরিচালনা করা হয়। সফল পরীক্ষার পর ধরে নেওয়া হয় টার্বাইনে বাষ্প সরবরাহের পাইপলাইনগুলো কার্যকর রয়েছে। পারমাণনিক বিদ্যুৎকেন্দ্র চালু করার আগে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক, যার মাধ্যমে টার্বাইন যন্ত্রপাতির কার্যক্ষমতা নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মেগাপ্যাস্কেল চাপ ও ২০০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় বাষ্পের সাহায্যে ‘ব্লো-ডাউন’ প্রক্রিয়াটি চালানো হয়। নকশার চাহিদা অনুযায়ী এসব প্যারামিটার ঠিক করা হয়, যেন পাইপলাইন থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র ময়লা-আবর্জনা বা আদ্রতা সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায়। এই পরীক্ষা চলাকালে পার্শ্ববর্তী বায়ুমণ্ডলে সবেগে বাষ্প নির্গত হওয়ার ফলে অনাকাঙ্খিত শব্দের সৃষ্টি হয় যা পূর্ব অনুমেয় ছিল। এ সম্পর্কে স্থানীয় জনগণকে আগেভাগেই অবহিত করা হয়, যেন তারা কোনোভাবেই ভীত না হন। বাষ্প সরবরাহকারী পাইপলাইনকে সম্পূর্ণ পরিষ্কার করতে পরবর্তী ধাপে অধিক পরিমান বাষ্প ব্যবহার করে এই ব্লো-ডাউন প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হবে। এর ফলে কার্যক্রম চলাকালীন যে লোড পড়বে, তার প্রায় কাছাকাছি লোডে যন্ত্রপাতির কার্যক্ষমতা নির্ধারণ করা সম্ভব হবে।রোসাটমের প্রকৌশল শাখা এতমস্ত্রয়এক্সপোর্টের বাংলাদেশ প্রকল্পের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি ডেইরী কলেন, ’’কমিশনিং কার্যক্রমের এ গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হওয়ায় প্রথম বিদ্যুৎ ইউনিট চালু এবং গ্রিডে যুক্ত হওয়ার পথে আরো এক ধাপ অগ্রগতি হলো। সর্বাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ইউনিটটি আগামী কয়েক দশক ধরে পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করবে, যা বর্তমান চাহিদার মোটামুটি প্রায় ১০ শতাংশ।” রুশ আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মোট দুটি ইউনিট স্থাপিত হচ্ছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল শাখা জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ