
মাদক সেবনে বাধা দেয়ায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা


ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে মাদক সেবন বাধা দেয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাই খান (৪৫) একই এলাকার আশরাফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিল। এ সময় ওই এলাকার আব্দুল হাই খান তাদের মাদক সেবনে নিষেধ করেন। তখন জসিম, রাকিব উত্তেজিত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয় অভিযুক্ত জসিম ও রাকিবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, ‘আজ সকালে আব্দুল হাই খান মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব আমার ছেলে ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে তার হাত-পা ভেঙে যাওয়াসহ মাথার কিছু অংশে আঘাত লেগে জখম হয়ে যায়। তারা কিছু দিন আগে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়ে ছিল। হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, ‘এ বিষয় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ