
স্বস্তিতে ফিরেছে বাংলার ভেনিস খ্যাত কুড়িয়ানার পেয়ারা বাগান


পিরোজপুরের (স্বরূপকাঠি) থেকে এম. ইসলাম জাহিদ
স্বরূপকাঠি, আটঘর, কুড়িয়ানার পেয়ারা বাগান এবং এর আশপাশ এলাকার পরিবেশের ভারসাম্য এবং জনজীবন বিপর্যয়ের মুখে পড়ে মাত্রা অতিরিক্ত সাউন্ড আর নারী পুরুষের অশ্লীল নৃত্য অঙ্গভঙ্গি এবং বাংলাদেশের সস্তা বিনোদন টিকটকার ও কনটেন্ট ক্রিকেটারের জন্য হুমকির মুখে পড়ে এশিয়া মহাদেশের বৃহত্তর পেয়ারা বাগান কুড়িয়ানা। কুড়িয়ানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেলে আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৬ দফা নির্দেশনা জারি করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাটি একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা হওয়ায় স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ ও পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। যেমন কোনো ধরনের বাদ্যযন্ত্র সাউন্ড সিস্টেম ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
পেয়ারা বাগানে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক আগমন করেন। তাই প্রত্যেককে অশ্লীলতা পরিহার করে অবশ্যই শালীনতা বজাই রেখে চলা, বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাগানে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট নৌকা বা মাঝারি আকারের নৌযান ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় এবং অন্যান্য পর্যটকরাও নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ