ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নগরকান্দায় টিটিসিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের বহিষ্কারের দাবিতে অবরুদ্ধ আতশবাজি ফোটালে-হর্ন বাজালে জেল-জরিমানা নির্বাচনের আগে সংস্কার ও নিরপেক্ষতা চায় এনসিপি জুলাই ঘোষণাপত্রে আবারও বিজয় বেহাত হওয়ার ইঙ্গিত স্পষ্ট ঢাকার ৯৮ শতাংশ শিশুর রক্তে সীসা প্রভাব মস্তিষ্কের বিকাশে ডিজিটাল হলো আদালত, ভার্চুয়ালিও শুনানি করা যাবে জুলাই ঘোষণাপত্র নিয়ে পক্ষে-বিপক্ষে নানামত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক প্রায় শতকোটি টাকা হারানোর শঙ্কায় দিশেহারা ব্যবসায়ীরা হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ড. ইউনূস জাতিকে দানবীয়-ফ্যাসিবাদের স্বাদ চাখালেন মাত্র এক বছরে-কাজী মামুন সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব-অর্থ উপদেষ্টা ভোটের আগে লটারিতে এসপি-ওসিদের বদলি-স্বরাষ্ট্র উপদেষ্টা শুক্রবার থেকে যমুনাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু : ফখরুল ১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক আগমীকাল জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাহার বাড়ি ফিরলেও হারিয়েছেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ জন আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো- হাসিনার আইনজীবী স্কুলের ল্যাবে বিকট শব্দ আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৫০

নীলফামারীতে বিদেশি ফল রাম্বুটান চাষে সফল নারী উদ্যোক্তা

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:২০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:২০:৪৯ পূর্বাহ্ন
নীলফামারীতে বিদেশি ফল রাম্বুটান চাষে সফল নারী উদ্যোক্তা
নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের সুনগড় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তা খাদিজা আক্তারের জমিতে থোকায় থোকায় ঝুলছে বিদেশি পুষ্টিগুণ সম্পন্ন রাম্বুটান ফল। লিচু, কাঠলিচু ইত্যাদি ফলের সাথে এই ফলের সাদৃশ্য। রাম্বুটান দেখতে অনেকটা লিচুর মতো, তবে এর ত্বক লোমশ এবং আকারে কিছুটা বড় হয়ে থাকে। এর আকার মাঝারি ধরনের এবং বর্ণ লাল। ফলন ভালো আর পুষ্টিকর ও সুস্বাদু ফল হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় অনেকে তার বাগানে আসছেন এবং চাষের আগ্রহ প্রকাশ করছেন। রাম্বুটান চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও এর চাষ শুরু হয়েছে। চাহিদা ও লাভজনক হওয়ায় নীলফামারীর জলঢাকা উপজেলার সুনগড় গ্রামে চাষে সফলতা পেয়েছেন খাদিজা আক্তার। এখন তার বাগানে লাল রঙের এ ফলটি গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে রাম্বুটান। যেহেতু এ অঞ্চলের মাটিতে ফলন ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। সফল এই কৃষি উদ্যোক্তা খাদিজা আক্তার বলেন, ছেলেরা ঢাকায় লেখাপড়া করার সুবাদে এই ফলের গাছের চারর সন্ধান পাই, ঢাকা থেকে প্রাথমিকভাবে আমরা ২০১৮ সালে দুই হাজার টাকা করে ২০টা গাছের চারা নিয়ে এসে বিশ শতাংশ জমিতে লাগাই, সর্বশেষ সাতটি চারা গাছ মারা গিয়েছে বর্তমানে আমাদের বাগানে ১৩টি গাছ রয়েছে, গত বছর অল্প কয়েকটি গাছে সীমিত আকারে কিছু ফল দেখা দেয়। কিন্তু চলতি মৌসুমে এবার তার ১৩টি গাছে ব্যাপক ফলন হয়েছে। প্রতিটি গাছে প্রায় ৬০ থেকে ৭০ কেজি রাম্বুটানের ফলন হয়েছে। পুরোপুরি বাগানেই বিক্রি করছেন প্রতি কেজি হাজার টাকা দরে। তিনি আরও বলেন, জৈব সার আর অল্প সেচ দিয়ে রাম্বুটান ফলের চাষ করা যায়। ইতোমধ্যে চাষিদের মাঝে এ ফল ছড়িয়ে দিতে নিজের বাগানে কলম চারা তৈরি প্রক্রিয়া শুরু করেছেন। খাদিজা আক্তারের ছোট ছেলে নয়ন ইসলাম বলেন, প্রতিদিনই অচেনা এ ফল দেখতে বাগানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। অনেকেই কিনে নিয়ে যান বাড়িতে। এছাড়া ভালো ফলন ও সুস্বাদু ফল হওয়ায় এ ফল চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন। জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পুষ্টিগুণ সম্পন্ন এ ফলটি উপজেলায় নতুন চাষ শুরু হয়েছে। চাষি আ. রহমান এ ফল চাষে সফল হয়েছেন। তার মতো আরও অনেকেই এ ফলের গাছ রোপণ করেছেন। কৃষি বিভাগ থেকে চাষিদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য