ঢাকা , বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষ মুহূর্তে চলছে দুর্গাপূজার প্রস্তুতি উত্তরায় ফুটপাত থেকে দৈনিক অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা ফরিদপুরে চাঁদা না পেয়ে ১৬ গাড়ি ভাঙচুর, যুবদল নেতা গ্রেফতার চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী টঙ্গীতে মোবাইলের মাধ্যমে হ্যাকাররা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মৌলভীবাজারে শেভরনের গ্যাস পাইপলাইনে আগুন, দগ্ধ ২ ট্রেনিং কার্যক্রমে ড্রাইভিং স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, শিক্ষকদের শাটডাউন অব্যাহত কুষ্টিয়ায় ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ : গ্রেফতার ৩ শুরু ১৭ ডিসেম্বর বইমেলা নিয়ে যা বললেন কবি-লেখকরা মাদক মামলায় জেল খাটছেন আরেকজন, মূল আসামির আত্মসমর্পণে বিপত্তি ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ৬৬৮ রোগী হাজার হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের দাপুটে জয় ৬৪টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে ফিফা! আগামী সোমবার থেকে বিক্রি শুরু হবে বাংলাদেশ-হংকং ম্যাচের টিকেট যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করলো আইসিসি হংকং সিক্সেসে অধিনায়কের দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক শান মাসুদের উপরই ভরসা রাখছে পিসিবি

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:১৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:১৩:৩৫ পূর্বাহ্ন
ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে সাঁড়াশি অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বিভাগ, খাদ্য সরবরাহ এবং চিকিৎসকদের নানা অনিয়মের হাতেনাতে খোঁজ পায় দুদক ছদ্মবেশী দল। গত ৪ আগস্ট দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সঞ্জজয় ঘোষালের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করে। দুদক সূত্র জানায়, অভিযানের আগে এনফোর্সমেন্ট দলের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরে পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, খাবার সরবরাহ ও ওষুধ বিতরণ কার্যক্রম পর্যালোচনা করেন। অভিযান পরিচালনার সময় দুদক টিম দেখতে পায়, মজুত থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না এবং রুগিদের থেকে টাকার বিনিময়ে সরকারি ওষুধ দেয়া হয়। টাকার বিনিময়ে রোগী ভর্তি করানো এবং ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা সেবার কাজ করানো। অভিযানের সময় কয়েকজন চিকিৎসক কমর্স্থলে অনুপস্থিত ছিল। অন্যদিকে হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়নি। দুদক টিম দেখতে পায় রোগ নির্ণয়ের বেশ কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন থেকে নষ্ট অবস্থায় রয়েছে। আবার কিছু যন্ত্রপাতি সচল থাকলেও সেবা নিতে গিয়ে রোগীরা বহিরাগত মেডিকেল টেকনোলজিস্টদের হাতে হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাহিরে অপ্রোয়জনীয় পরীক্ষা দেওয়ার কয়েকটি সত্যতা মিলেছে। ওষুধের স্টক রেজিস্টার যাচাইয়ের সময় নার্স, স্টক ইনচার্জ কোনো সদুত্তর দিতে পারেননি বলেও জানায় দুদক। এছাড়া, ছুটিতে থাকা ডাক্তারদের ছুটির আবেদন দেখাতে পারেনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চাঁদপুরের দুর্নীতি দমন কমিশন (দুদকের) উপসহকারী পরিচালক সঞ্জজয় ঘোষাল বলেন, ‘অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করার জন্য সুপারিশ করা হবে এবং কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, অভিযান চলাকালে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলোর লিখিত জবাব দুদক অভিযানিক দলকে দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ