ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কার্যকর হল বিশ্বের ৯০টিরও বেশি দেশের ওপর আরোপ করা নতুন মার্কিন শুল্ক পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান জেলেনস্কি ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের কবলে ফ্রান্স পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্য নিহত ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করলো ইসরায়েল নকআউট পর্বে উঠলো ইন্টার মায়ামি ভিয়ারিয়ালের কাছে হোঁচট খেলো আর্সেনাল এক লাফে ২৪ ধাপ এগোলো নারী ফুটবল দল ৬৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন রশিদ খান ‘ক্ষমতা থাকলে বাবরকে অবশ্যই দলে রাখতাম’ এনসিএল টি-টোয়েন্টি দিয়ে আবার মাঠে ফিরছেন তামিম প্রথমবারের মতো দিবারাত্রি ম্যাচ হবে এনসিএল টি-টোয়েন্টিতে নগরকান্দায় টিটিসিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের বহিষ্কারের দাবিতে অবরুদ্ধ আতশবাজি ফোটালে-হর্ন বাজালে জেল-জরিমানা নির্বাচনের আগে সংস্কার ও নিরপেক্ষতা চায় এনসিপি জুলাই ঘোষণাপত্রে আবারও বিজয় বেহাত হওয়ার ইঙ্গিত স্পষ্ট ঢাকার ৯৮ শতাংশ শিশুর রক্তে সীসা প্রভাব মস্তিষ্কের বিকাশে ডিজিটাল হলো আদালত, ভার্চুয়ালিও শুনানি করা যাবে জুলাই ঘোষণাপত্র নিয়ে পক্ষে-বিপক্ষে নানামত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৫৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৫৬:২২ অপরাহ্ন
বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন
প্রথিতযশা শিল্পপতি, বিজিএমইএর সাবেক সভাপতি ও সমাজসেবক মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের নামে প্রতিষ্ঠিত মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর মালিবাগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফজলুতুন নেসার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ উরুগুয়ের কনসুল ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোস্তফা কামরুস সোবহান, ভাইস চেয়ারম্যান তাসনিয়া কামরুন আনিকা, মহাসচিব শেখ মোহাম্মদ ড্যানিয়েল, যুগ্ম মহাসচিব ফৌজিয়া কামরুন তানিয়া, সদস্য সাফিয়া সোবহান চৌধুরী, মাহেরা কামরুন সোবহান, সাহিল কামরুস সোবহান, সুমেরা কামরুন সোবহান এবং পরিচালক (অপারেশন্স) সাইফুদ্দিন ইমন। সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ ও সামাজিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ পরিষদে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও গুণী ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। সভায় মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের জীবনী, কর্মজীবন ও সমাজসেবায় অবদানের ওপর ভিত্তি করে একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রন্থটিতে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন অধ্যায়, আলোকচিত্র, সাক্ষাৎকার এবং মূল্যায়ন স্থান পাবে। এছাড়াও, ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি, স্বাস্থ্যসেবা উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন প্রকল্প, নারী ও যুবদের ক্ষমতায়ন-বিষয়ক কর্মসূচিসহ বিভিন্ন মানবিক উদ্যোগের খসড়া পরিকল্পনা পেশ করা হয়। এসব কার্যক্রমের টেকসই বাস্তবায়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আরও নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শেষে বোর্ড সদস্যরা মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে ফাউন্ডেশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স