টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপ সামনে রেখে গতকাল বুধবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে টাইগাররা। গতকাল থেকে শুরু হয়ে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম কয়েকদিন নাথান কেলির অধীনে অনুশীলন করবে টাইগাররা। এরপর কিছুদিন বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। এর আগে তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে বিসিবি। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

শুরু হলো টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি
- আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৭:২৫:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৭:২৫:০৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ