
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
- আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০২:৫৭:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০২:৫৭:৪৫ অপরাহ্ন


পাইকগাছা (খুলনা) থেকে শেখ নাদীর শাহ্
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩ আগস্ট সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সর্বশেষ উপজেলার চাঁদখালীর ধর্মপীরের মাজার সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করলেও তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স ৫৫/৬০ বছরের মধ্যে হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার সকালে স্থানীয়রা কপোতাক্ষ নদে ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে নৌ-পুলিশের সহায়তায় থানা পুলিশ লাশটি উদ্ধার করে। যদিও স্থানীয়দের কেউ তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত করতে না পারায় কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা বলে মানছেন না। তাদের দাবি, যেহেতু নিহত ব্যক্তি স্থানীয়দের অপরিচিত, সেহেতু পরিকল্পিতভাবে হত্যার পর লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। সর্বশেষ ঘটনাটি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশটি উদ্ধার করা হলেও তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ৫৫/৬০ বছর বয়সী। যদিও নদীর প্রবাহ ও লাশের অবস্থান দেখে প্রাথমিকভাবে লাশটি অন্যত্র থেকে ভেসে আসতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে লাশের ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া সম্ভব নয়। সর্বশেষ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছিল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ