
আমতলীতে জুলাই আন্দোলনের ১ বছর হওয়ায় মিছিল শেষে বাড়ী ফেরা হয়নি ইসলামী আন্দোলনের সেক্রেটারি রেজাউলের


এস এম সুমন রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল ইসলাম আজ ৫ আগষ্ট মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও জামায়ায়েতে ইসলাম বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে ৫ আগষ্ট বিকাল ৫ টায় গণ অভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ী যাওয়ার পথে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলীর উরশিতলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহন মটরসাইকেল আরোহী মাওলানা রেজাউল ইসলামকে চাপা দিয়ে চলে যায় ঘটনা স্থালেই তিনি মারা যান।
এঘটনা জানার পর ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি চালক ও হেলপাড়কে আটক করার দাবীতে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের উরশিতলা নামক স্থানে মহাসড়ক অবরোধ করে রাখেন রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়েছে । আমতলীর ঘটখালী থেকে ফায়ারসার্ভিস পর্যন্ত শতাধিক বিভিন্ন যানবাহনে কয়েকশত যাত্রী আটকা পড়েন এই অবস্থায় আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান ইসলামী আন্দোলন নেতাকর্মীদের ইউনিক পরিবহন ও গাড়ীর হেলপাড় চালককে আটক করার খবর নিশ্চিত করলে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অবরোধ তুলে নেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান ঘাতক বাস চালক ও হেলপাড়কে মহিপুর পুলিশের সহায়তায় আটক করা হয়েছে । ইসলামী আন্দোলনের আমতলীর সভাপতি মাওলানা ওমর ফারুখ জানান, অবরোধ এখোনি তুলে নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ