ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হাটহাজারীতে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা আমতলীতে জুলাই আন্দোলনের ১ বছর হওয়ায় মিছিল শেষে বাড়ী ফেরা হয়নি ইসলামী আন্দোলনের সেক্রেটারি রেজাউলের ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দাগনভূঞায় চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারকে হত্যার হুমকি সাঁথিয়ায় ভূমি অফিসের নায়েব কুপ্রস্তাব দিলেন নারী গ্রাহককে ‘শাসক নয়, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তাকারী’ সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা নতুন মামলায় গ্রেফতার রাশেদ ইনু-পলক চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড সাভারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ চট্টগ্রাম বন্দরে বড় দুর্নীতিবাজ এনামুল মামলায় ফাঁসছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ ৮ জন প্রত্যাহার হওয়া সেই এসপিকে পুনরায় কিশোরগঞ্জে যোগ দেওয়ার নির্দেশ কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় আজ খোলা হবে জলকপাট চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর রশীদের লাশ উদ্ধার সেপ্টেম্বরে ভোটের প্রস্তুতি দেখতে আসবে ইইউ প্রতিনিধি দল ১৪ ভারতীয় জেলে কারাগারে ফুলবাড়িয়ার সাবেক এমপি পত্নী হাসিনা উদ্দিনের জানাজা সম্পন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জলঢাকায় বাকপ্রতিবন্ধী রঞ্জনার মানবেতর জীবন সংগ্রাম

প্রত্যাহার হওয়া সেই এসপিকে পুনরায় কিশোরগঞ্জে যোগ দেওয়ার নির্দেশ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন
প্রত্যাহার হওয়া সেই এসপিকে পুনরায় কিশোরগঞ্জে যোগ দেওয়ার নির্দেশ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার প্রায় তিন মাস আগে প্রত্যাহার করে নেওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় আগের কর্মস্থলে যোগ দেওয়ার জন্যনির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তার নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল। এ ছাড়া ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা থাকায় আসামি হিসেবে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না দেওয়ার অভিযোগ আনা হয়। ঘটনার তদন্তে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও একটি তদন্ত কমিটি হয়। দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদের নির্দোষ বলে অব্যাহতি দিতে সুপারিশ করে। তদন্ত চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য ছিল।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গত ৭ মে দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক মাস পর ৮ জুন চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন তিনি।গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও অনেককে আসামি করা হয়।পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এ বিষয়ে বলেন, ‘আমি কিশোরগঞ্জ স্টেশনেই আছি। সবার সহযোগিতা ও দোয়া চাই, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ