
সেপ্টেম্বরে ভোটের প্রস্তুতি দেখতে আসবে ইইউ প্রতিনিধি দল
- আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:২৬:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:২৬:৩১ পূর্বাহ্ন


নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসবে।গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ইসি সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের প্রতিনিধিদল অগ্রবর্তী টিম হিসেবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসবে। আগামী বৃহস্পতিবার কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে।তিনি বলেন, নির্বাচনে এআই নিয়ে আমরা অধিকভাবে পর্যালোচনা করছি। কারণ এআই নির্বাচনে অপপ্রচারে একটা হুমকি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের কমিশনের মেরুদণ্ড আছে। কারণ আমরা এখনো দাঁড়িয়ে আছি। মেরুদণ্ড না থাকলে তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ