বরগুনা থেকে গোলাম হায়দার স্বপন
বরগুনা জেলার কৃষির সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট দুপুর ২টায় বরগুনা কৃষি সম্বপ্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী কর্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ইকবাল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বরগুনা জেলার কৃষির সমস্যা ও সমাধান উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি (অব.), বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বরগুনা বিএডিসির উপ সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী, বরগুনা সদর উপজেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন, বরগুনা সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াছুর রহমান প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক সিএম রেজাউল করিম।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
