ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া আমতলীতে ৫ আগষ্ট পালিত,জুলাই শহীদদের জন্য দোয়া কামনা আমতলীতে তৃনমুলে বিট পুলিশিং মিটিং অনুষ্ঠিতব্য রাজনৈতিক সহিংসতায় ১১ মাসে নিহত ১২১ আহত ৫১৮৯-টিআইবি তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় শীর্ষ ৫ দেশের তালিকায় চতুর্থ বাংলাদেশ তারেক রহমান হ্যাজ এ ড্রিম-মির্জা ফখরুল বিশ্ববাসী দেখবে ৩৬ জুলাই উদ্যাপন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন কথার বরখেলাপকারীকে মানুষ মাফ করেনি -ডা. জাহিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকি বাড়ছে টাঙ্গাইলে সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল প্রশাসক নিয়োগ বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন আমদানি-রফতানি শুল্ক ও কর কাঠামোয় যেসব বড় পরিবর্তন দুর্ধর্ষ ছিনতাইকারী রনি গ্রেফতার আ’লীগ-সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার বিএসআরএম কারখানায় হামলা-ভাঙচুর মাদক ব্যবসায়ী ও অপরাধীদের নিরাপদ অভয়ারণ্য তুরাগ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম

মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০২:৫৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০২:৫৪:৩৪ অপরাহ্ন
মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তারও আগে যারা জেলে গিয়েছেন, ৫ আগস্টের পর তাদেরই জেলে পাঠানো হয়েছে।পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনো ইতিবাচক রাজনীতিতে নেই বলেও মন্তব্য করেন নাছির।গতকাল সোমবারকুমিল্লা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি বলেন, আসিফ মাহমুদ নিজের পছন্দমতো মুরাদনগরকে পরিচালিত করছেন। এ উপজেলার ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী জেলহাজতে রয়েছেন। নাজিম মাহমুদকে গ্রেপ্তারের পর তার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন, তিন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ককেই গ্রেপ্তার করা হয়েছে। খুনি হাসিনার মতো মুরাদনগরের মানুষের সঙ্গে গাদ্দারি করছেন আসিফ মাহমুদ।গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছেন, সেই মুরাদনগরের একজনও আজ কারাগারে নাই। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন, আসিফের বাবার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন। আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থেকে কীভাবে নির্বাচন করবেন? অনেকে বলছেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এমন উপদেষ্টা নিয়ে সরকার কীভাবে নিরপেক্ষ থাকে, প্রশ্ন করেন নাছির?তিনি বলেন, আসিফের মাফিয়াতন্ত্রের কারণে স্থানীয় ওসি ভয়ে আছেন। সে কারণে তিনি মামলা দিচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এ ওসিকে প্রত্যাহার করা হয়।এসময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারীআবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স