ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা সুসংগঠিত হচ্ছে লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল কুমিল্লা গোমতী নদীর সকল অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের মীরসরাইয়ে খানাখন্দে ভরা জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক যেন মৃত্যুফাঁদ কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক ৫ ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি মেহেরপুরে সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু সিরাজদিখানে আ’লীগ নেতা সুমন গ্রেফতার বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৬৮ তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা ফরিদপুরে মাদক কে সয়লাব গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের

লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:০২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:০২:২১ পূর্বাহ্ন
লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল
নড়াইল থেকে মামুন মোল্যা
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতিসহ তিন নেতার এইচএসসি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এ অনিয়মের সাথে অর্থ বাণিজ্যে জড়িত পরীক্ষা কমিটি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিজ দলসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমলোচনার সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন-উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা তানভীর রহমান ও সদস্য নাজমুল হুদা।  গত ১১ জুলাই শুক্রবার ওই কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় আহাদুজ্জামান বাটু, মোল্যা তানভীর রহমান ও নাজমুল হুদা নিজেরা পরীক্ষায় অংশগ্রহণ না করে জালিয়াতির মাধ্যমে অন্যদের দিয়ে পরীক্ষা দিয়েছেন! প্রায় আধাঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর পরীক্ষা কক্ষের কর্তব্যরত বাংলা বিভাগের প্রভাষক পিযুষ কান্তি রায় ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করে, কলেজ প্রশাসনকে অবহিত না করে ছেড়ে দেন এবং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জালিয়াতির বিষয়টি জানাজানির পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। এ ব্যাপারে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ বলেন, পরীক্ষায় জালিয়াতির বিষয়ে বাউবি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য অধ্যক্ষ অতিসম্প্রতি কলেজে যোগদান করেছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নড়াইলের উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, পরীক্ষার্থী আহাদুজ্জামান বাটু (রোল নাম্বার : ২৪-০-১১-৪৫১-০২৩), মোল্যা তানভীর রহমান (রোল নাম্বার : ২৪-০-১১-৪৫১-০২৪) এবং নাজমুল হুদা (রোল নাম্বার : ২৪-০-১১-৪৫১-০২২) গত ১১ জুলাই অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নিজেরা অংশগ্রহণ না করে অন্যকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন। বিষয়টি নজরে আসার পর তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। লোহাগড়া সরকারি কলেজে বাউবি পরিচালিত টিউটোরিয়াল কেন্দ্র নং ৪২১ দীর্ধদিন ধরে টাকার বিনিময় এধরনের অনিয়ম করে আসছে বলে অভিযোগ রয়েছে বিশেষ করে পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. খায়রুজ্জামান স্থানীয় শিক্ষক হওয়ায় এ ধরনের অনিয়মের সাথে তিনি দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবু রিয়াদ বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় লোহাগড়া কেন্দ্রে জালিয়াতির বিষয়টি অবগত হয়েছি। বাউবির ঊধ্বর্তন কর্মকর্তারা জালিয়াতির ঘটনা তদন্ত করে ওই তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ