সিরাজদিখান (মুন্সগিঞ্জ) থেকে লতা মণ্ডল
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস চেযারম্যান মীর মোশারফ হোসেন সুমনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত ৩ আগস্ট সকাল ১০টার দিকে ইছাপুরা চৌরাস্তা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মীর মোশারফ হোসেন সুমন ইছাপুরা গ্রামের আব্দুল ছাত্তার মীরের ছেলে। সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মো. আবু বকর বলেন, গোপন খবরে ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট সিরাজদিখান থানা ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
