বরগুনা থেকে গোলাম হায়দার স্বপন
বরগুনায় ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৮ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৫ জন। জেলায় মোট মৃত্যু ৩৯ জন। ৩ আগস্ট বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৫৮ জন, আমতলীতে ০, বেতাগীতে ০ জন,বামনা ০৩ জন, পাথরঘাটায় ০৭ জন, তালতলীতে ০ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১১ জন, আমতলীতে ০১ জন, বেতাগীতে ০ জন, বামনায় ১০ জন, পাথরঘাটায় ১৩ জন এবং তালতলীতে ০৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
