ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা ফরিদপুরে মাদক কে সয়লাব গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের মেসির ইনজুরি, মাঠের বাইরে থাকতে হতে পারে তিন থেকে চার সপ্তাহ বাংলাদেশ টেবিল টেনিসে থাইল্যান্ডের ২৫ বছর বয়সী কোচ স্মিথ ছিটকে পড়ায় টেস্ট দলে সুযোগ পেলেন ফকস ভারত সফরে আসছেন মেসি, কোহলি-টেন্ডুলকারদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি পালমারে জিদানের ছায়া দেখছেন নেভিন, রোনালদো-মেসির সঙ্গে তুলনায় আপত্তি এশিয়া কাপের আগে ডাচ পরীক্ষা, সব ম্যাচই সিলেটে আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ ৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে ভর্তি চলছে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন

মেসির ইনজুরি, মাঠের বাইরে থাকতে হতে পারে তিন থেকে চার সপ্তাহ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:১৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:১৭:১৬ অপরাহ্ন
মেসির ইনজুরি, মাঠের বাইরে থাকতে হতে পারে তিন থেকে চার সপ্তাহ
লিওনেল মেসি যখন মাঠে থাকেন, তখন ইন্টার মায়ামির খেলা যেন আলাদা মাত্রা পায়। কিন্তু নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে মাত্র ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন তারকা-আর তাতেই ছড়িয়ে পড়ে তীব্র উদ্বেগ। ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেলেও মেসির ইনজুরি ইন্টার মায়ামির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বল নিয়ে ড্রিবলিং করে প্রতিপক্ষ বক্সে ঢোকার সময় রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় মেসির। এরপরই মাঠে বসে পড়েন তিনি। ফিজিও এসে প্রাথমিকভাবে দেখার পর নিজে পায়ে হেঁটেই মাঠ ছাড়েন, তবে মুখে ছিল অস্বস্তির ছাপ।
ইএসপিএন আর্জেন্টিনার কন্ট্রিবিউটর ক্লদিও ফুটবলের বরাত দিয়ে জানা গেছে, মেসির হ্যামস্ট্রিংয়ে ‘টেন্ডারনেস’ এবং কিছুটা ‘ব্রুইজিং’ পাওয়া গেছে। যদিও ইন্টার মায়ামির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবুও ধারণা করা হচ্ছে এটি বড় কোনো ছিঁড়ে যাওয়া ইনজুরি নয়। তবে নিশ্চিতভাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য সকার বিজনেস’ জানিয়েছে, এই চোটের কারণে মেসিকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এর ফলে শুধু লিগস কাপের বাকি ম্যাচগুলো নয়, এমএলএস-এরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, “লিও হ্যামস্ট্রিংয়ে কিছু অস্বস্তি অনুভব করছিল। খুব গুরুতর কিছু মনে হয়নি, কারণ ব্যথা সে উল্লেখ করেনি। তবে নিজেই জানিয়েছে সমস্যা হচ্ছে, তাই আমরা দ্রুত পরিবর্তন করি। পূর্ণ রিপোর্ট আজকেই হাতে আসার কথা।”
মেসির সতীর্থ জর্দি আলবা বলেন, “ইতিহাসের সেরা খেলোয়াড় আমাদের দলে ইনজুরিতে পড়েছে-এটা অত্যন্ত কষ্টের। আশা করি খুব বড় কিছু নয়।”
নেকাক্সার প্রথম গোলদাতা তেলাসকো সেগোভিয়া ম্যাচের পর জানান, তিনি মেসিকে জিজ্ঞেস করেছিলেন কেমন আছেন। জবাবে মেসি বলেছেন,  “ভালো আছি, তবে এখনো কোনো টেস্ট হয়নি।”
এই ইনজুরির পেছনে মেসির অতিরিক্ত ম্যাচ খেলার চাপও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। গত এক মাসের বেশি সময় ধরে বিশ্বকাপ বাছাই ও এমএলএস মিলিয়ে গড়পরতায় প্রতি তিন-চার দিন পর পরই মাঠে নামতে হয়েছে তাকে। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনেও এমন শারীরিক চাপের প্রভাব থাকতে পারে। যদিও এর কারণে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞাও ভোগ করতে হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মেসির এমআরআই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, তা ইন্টার মায়ামির জন্য মোটেও স্বস্তির নয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স