ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের মেসির ইনজুরি, মাঠের বাইরে থাকতে হতে পারে তিন থেকে চার সপ্তাহ বাংলাদেশ টেবিল টেনিসে থাইল্যান্ডের ২৫ বছর বয়সী কোচ স্মিথ ছিটকে পড়ায় টেস্ট দলে সুযোগ পেলেন ফকস ভারত সফরে আসছেন মেসি, কোহলি-টেন্ডুলকারদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি পালমারে জিদানের ছায়া দেখছেন নেভিন, রোনালদো-মেসির সঙ্গে তুলনায় আপত্তি এশিয়া কাপের আগে ডাচ পরীক্ষা, সব ম্যাচই সিলেটে আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ ৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে ভর্তি চলছে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবো না -মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত

ভারত সফরে আসছেন মেসি, কোহলি-টেন্ডুলকারদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:১৪:৫১ অপরাহ্ন
ভারত সফরে আসছেন মেসি, কোহলি-টেন্ডুলকারদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি
ভারতের মাটিতে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। আটবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আসছেন ভারত সফরে, আর এ সফরেই দেখা যাবে তাঁকে ক্রিকেট ব্যাট হাতে! বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে একটি বিশেষ প্রীতি ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন দিনের সফরে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের তিনটি শহর ভ্রমণ করবেন মেসি। সফরের মূল আকর্ষণ হতে যাচ্ছে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। ম্যাচটি হতে পারে ‘সেভেন-এ-সাইড’ ফরম্যাটে, যাতে অংশ নেবেন ভারতের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, “১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তার একটি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের কিছু কিংবদন্তি ক্রিকেটারও অংশ নেবেন। সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে।”
ফুটবলের মাঠ কাঁপানো মেসিকে ব্যাট হাতে দেখা নিঃসন্দেহে ভারতীয় ক্রীড়ামোদীদের জন্য এক দুর্লভ এবং স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।
এ সফরে মেসির আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য হবে কলকাতা। সেখানকার বিখ্যাত ইডেন গার্ডেন্সে তাঁর সম্মানে আয়োজিত হবে একটি সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাবেন। এছাড়া কলকাতায় শিশুদের জন্য একটি বিশেষ ফুটবল কর্মশালার আয়োজন করা হবে, যেখানে মেসি নিজে অংশ নেবেন। একইসঙ্গে তিনি উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক এবং তাঁর নামানুসারে আয়োজিত “গোট কাপ”নামে একটি সাতজনের ফুটবল টুর্নামেন্ট।
চলতি সফর হবে লিওনেল মেসির দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে তিনি প্রথমবারের মতো এসেছিলেন কলকাতায়, যখন আর্জেন্টিনা জাতীয় দল ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেয় সল্ট লেক স্টেডিয়ামে।
ভারতের ভক্তদের জন্য এটি শুধু একটি সফর নয়, বরং দুই খেলার দুই জগতের মহাতারকার সম্মিলনে গঠিত একটি অনন্য মুহূর্ত-যেখানে মেসির উপস্থিতি মাঠে ও মাঠের বাইরে দুই ক্ষেত্রেই সৃষ্টি করতে পারে নতুন ইতিহাস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স