
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ


গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের পূবাইল থানার মীরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা-মা দগ্ধ হয়েছেন।গতকাল রোববারভোর সাড়ে ৪টার দিকে মীরের বাজার এলাকার সাজ্জাদ মুন্সির তিনতলা ফ্ল্যাট বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।নিহতের নাম- রায়হান (৪ মাস)। দগ্ধরা হলেন- নিহতের বাবা রিপন মিয়া (২৩) ও মা খাদিজা আক্তার (২০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার ২ আগস্ট মীরের বাজার এলাকায় সাজ্জাদ মুন্সির তিনতলা ফ্ল্যাট বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন রিপন মিয়া। গতকাল রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার স্ত্রী হাফিজা আক্তার গ্যাসের চুলায় পানি গরম করতে যান। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরের ভেতর আগুন ধরে যায় এবং বিকট শব্দ হয়। এতে একই পরিবারের তারা তিনজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিপন মিয়া ৮০ শতাংশ এবং তার স্ত্রী হাফিজা আক্তার ৭০ শতাংশ দগ্ধ হয়েছেন।গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানার এএসআই রহিম সর্দার জানান, ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ