ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের মেসির ইনজুরি, মাঠের বাইরে থাকতে হতে পারে তিন থেকে চার সপ্তাহ বাংলাদেশ টেবিল টেনিসে থাইল্যান্ডের ২৫ বছর বয়সী কোচ স্মিথ ছিটকে পড়ায় টেস্ট দলে সুযোগ পেলেন ফকস ভারত সফরে আসছেন মেসি, কোহলি-টেন্ডুলকারদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি পালমারে জিদানের ছায়া দেখছেন নেভিন, রোনালদো-মেসির সঙ্গে তুলনায় আপত্তি এশিয়া কাপের আগে ডাচ পরীক্ষা, সব ম্যাচই সিলেটে আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ ৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে ভর্তি চলছে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবো না -মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত তিন মাসেও স্বাস্থ্য খাতে সুপারিশ বাস্তবায়ন নেই মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না-সারজিস শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার-অ্যাটর্নি জেনারেল প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে মুখাবয়ব হারানো খোকন চন্দ্র

পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৪৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৪৬:৪২ অপরাহ্ন
পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস
নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার বাদীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (০২ আগস্ট) এ সংক্রান্ত একটি ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। হাফিজুর রহমান পিবিআই নারায়ণগঞ্জ জেলায় উপপরিদর্শক হিসেবে কর্মরত।ফেসবুকে ছড়িয়ে পড়া ফোনালাপে শোনা যাচ্ছে, মামলার চার্জশিট দিতে বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ চাচ্ছেন ওই কর্মকর্তা। কিন্তু বাদী তা দিতে অস্বীকৃতি জানান।মামলার বাদী নিপা আক্তার জানিয়েছেন, বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ছোট বুরুলিয়া এলাকায় বসবাস করেন। ওই এলাকায় পিঠা বিক্রি করেন। গত ১৮ জুন বুরুলিয়া এলাকার কালু (২৫), দীপু (৩২), রাসেল (৩৫) ও শাকিলসহ (৩০) কয়েকজন এলাকার চিহ্নিত মাদক সেবনকারী তার দোকানে পিঠা খেতে যান। পিঠা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। এ সময় ওই নারীকে মারধর করা হয়। তিনি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সামনে আবার তাকে মারধর করা হয়। এ নিয়ে গত ২০ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় কালু, দীপু, রাসেল ও শাকিলসহ অজ্ঞাতনামা আরও তিন-চার জনকে আসামি করা হয়। ওই মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত। সেটির চার্জশিট দেওয়ার কথা বলে মোবাইলে কল করে তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে উল্টো তার বিরুদ্ধেই চার্জশিট দিয়ে মামলায় জড়ানোর হুমকি দেন হাফিজুর। প্রমাণ হিসেবে ওই ফোনালাপ সংরক্ষণ করেছেন বাদী।নিপা আক্তার বলেন, আমি ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছিলাম। কিন্তু এখন পিবিআই কর্মকর্তা ঘুষ চেয়ে আমাকে হয়রানি করছেন। আমি এর বিচার চাই।অভিযোগের বিষয়েঅভিযুক্ত পিবিআই কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমি কোনো ঘুষ দাবি করিনি।এ ব্যাপারে জানতে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ