
ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সড়কে যান চলাচল বিঘ্নিত
- আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:২৩:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:২৩:৫০ অপরাহ্ন


গত শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাসহ সারা দেশের সঙ্গে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। স্থানীয়রা জানান, গতকাল রোববার ভোররাত থেকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসে সড়কে মাটি পড়ে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় যান চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে। এতে সড়কের দুই পাশে ছোট-বড় বেশকিছু যানবাহন আটকে যায়।খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ থেকে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের বেশকিছু জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য সড়ক বিভাগ থেকে জনবল পাঠানো হয়েছে।পাহাড় ধসে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটায় মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, ও আনসার-ভিডিপি সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যায়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ