ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না-সারজিস শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার-অ্যাটর্নি জেনারেল প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে মুখাবয়ব হারানো খোকন চন্দ্র শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস জুলাই সনদ নিয়ে আরও মতামত চায় ঐকমত্য কমিশন তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার এনসিপির তরুণদের প্রথম ভোট চাইলেন তারেক রহমান ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সড়কে যান চলাচল বিঘ্নিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই লাশে আঘাতের চিহ্ন বিজয়নগরে মোটরসাইকেল সিএনজির সংঘর্ষে নিহত ৪ স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারল স্বামী আজকে চা পানির টাকাও হয়নি তুরাগের রাস্তাঘাটের বেহালদশা ধলেশ্বরী ও শীতলক্ষ্যা মোহনায় ড্রেজিং, চরমুক্তারপুরে ভাঙন ওটিএ’র মালিক পালিয়েছে গ্রেফতার ৩ ক্যাম্পাস সংস্কার, ইকসু গঠন ও সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় ইবি ছাত্রশিবির ভালুকায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফেনীর মুছাপুর রেগুলেটর নদী ভাঙন রোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:২৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:২৬:২০ পূর্বাহ্ন
ফেনীর মুছাপুর রেগুলেটর নদী ভাঙন রোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ফেনী থেকে মফিজুর রহমান ফেনী ও নোয়াখালীর ২০২৪ সালের বন্যায় মুছাপুর রেগুলেটরটি ভেঙে দিন দিন নদীভাঙনে সীমানা হারাতে বসা মুছাপুরে রেগুলেটরটি পুনঃনির্মাণের দাবিতে গত শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় বসবাসকারী সোনাগাজীবাসীদের সংগঠন ‘সোনাগাজী সমিতি ঢাকা’র উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে মুছাপুর রেগুলেটর টেকসইভাবে পুনঃনির্মাণ করে সোনাগাজীবাসীকে রক্ষা করতে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায়, সোনাগাজীবাসীকে সঙ্গে নিয়ে আরো বৃহৎ পরিসরে আন্দোলন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যক্তা, সিআইপি, উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সোনাগাজী সমিতি ঢাকা’র সভাপতি মেসবাহ উদ্দিন কিসলু খান। উপস্থিত ছিলেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির সভাপতি ও সমিতির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি নাজমুল করিম দুলাল, সমিতির সহসভাপতি মাহবুবুল হক মিল্লাত, ব্রিগেডিয়ার গাজী আশরাফ হোসেন (অব.), মো. ইব্রাহিম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালাহউদ্দিন শিমুল, সলিম উল্লাহ সেলিমল, শামসুদ্দিন খোকন চেয়ারম্যান। সুলতান মো. কামাল উদ্দিন, ইঞ্জি. নুর আলম সোহেল, কোষাধ্যক্ষ নুর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হাই পিএএ, আমির হোসেন জনি, শাহাদাত হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আকরাম হোসেন রিংকু, উপপ্রচার সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ পাটোয়ারী, দফতর সম্পাদক নুরুল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, তথ্য সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য মাঈন উদ্দিন চিশতী, নুরুল হুদা সায়েম, মোশাররফ হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. মনির হোসেন, মো. ইছমাঈল, আলতাফ হোসেন, ফখরুল আবেদীন আরিফ, মো. শরীয়ত উল্লাহ, মো. মোস্তফা, সমিতির গুরুত্বপূর্ণ সদস্য রেজাউল বিল্লাহ শিমুল, সফদার হোসেন দিপু, মোহাম্মদ ইকবাল, সোহেল কামাল সিদ্দিক, চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আলমগীর হোসেন চৌধুরী, অধ্যাপক ড. গোলাম রাব্বানী, কাষ্টমস কমিশনার এনামুল হক, বাংলা ভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য