
জীবননগরে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু


জীবননগর (চুয়াডাঙ্গা) থেকে মো. রমজান আলী
গত কয়েকদিন ধরে টানা বর্ষা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদে পানি থই থই। এই নদে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। এদিকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছে ওই দুই শিশুর পরিবার। নদে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও একই গ্রামের মো. সজীবের ছেলে রিমন (৭)। পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে পাট জাগ দেয়া ছিল। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নদে গোসল করতে নামে জুনায়েদ ও রিমন। তারা গোসল করতে নেমে জাগের ওপরে খেলা করছিল। এর মধ্যে কোনো এক সময় দুজন পানিতে ডুবে যায়। এ সময় পাশের অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন পানিতে নেমে মৃত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আমাদের ফোর্স যাওয়ার আগেই এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ