
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


ফরিদপুর থেকে নাজিম বকাউল
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আলম (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ আগস্ট ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্যার ছেলে ও সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ