ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ক্যাম্পাস সংস্কার, ইকসু গঠন ও সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় ইবি ছাত্রশিবির ভালুকায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু নানা আয়োজনে জন্মভিটায় আচার্য বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কিশোরগঞ্জে সাবেক ইউপি মেম্বারের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রতিবাদে উকিল নোটিশ পানিতে তলিয়ে ৩ হাজার হেক্টর আমন খেত দুর্ভোগে কৃষক ও সাধারণ মানুষ সড়কে ঝরল কালধারার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপুর প্রাণ ফরিদপুরে শিক্ষার্থী রাইসার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা ফেনীর মুছাপুর রেগুলেটর নদী ভাঙন রোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন জীবননগরে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার নেত্রকোনায় জমি নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ১০ গণসার্বভৌমত্ব কায়েম করাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় সরাইলে ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যার ঘটনায় আটক ৩ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন ঈশ্বরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কার্গো আটক রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

আনার হত্যায় গ্রেফতার তিনজন ৮ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ১০:১৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৪ ০১:১৫:৩৭ পূর্বাহ্ন
আনার হত্যায় গ্রেফতার তিনজন ৮ দিনের রিমান্ডে আনার হত্যায় গ্রেফতার তিনজন ৮ দিনের রিমান্ডে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামিকে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেই সঙ্গে ডিবি পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি হয় মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথির আদালতে। শুনানি শেষে তিনি তিন আসামির প্রত্যেককে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান। কোনো আইনজীবী আসামিদের পক্ষে রিমান্ড শুনানিতে দাঁড়াননি। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আব্দুস সাত্তার দুলাল বলেন, ঘটনা নৃশংস। এভাবে কাউকে হত্যা করা যায় ভাবলে গা শিউরে ওঠে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অবশ্যই এ মামলায় রিমান্ড পাওয়া উচিৎ। কাঠগড়ায় দাঁড়ানো তিন আসামির মধ্যে শিলাস্তি রহমান এ সময় কথা বলেন। তিনি দাবি করেন, এসব ঘটনার কিছুই তিনি ‘জানেন না’। ১০ মিনিটের শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিদের ডিবি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।
এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। বুধবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পুলিশের দেয়া তথ্যে দেশে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এমপি আনারের মরদেহ পাওয়া যায়নি। তবে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা নিশ্চিত হয়েছেন যে কলকাতার ওই বাড়িতে আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে তার বাবাকে ‘হত্যার উদ্দেশ্যে অপহরণের’ অভিযোগ আনা হয়। তবে আসামি হিসেবে সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। গ্রেফতারকৃত তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়েই রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়, আনার হত্যার হোতা যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান ওরফে শাহিন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা আমানউল্লাহ ওরফে শিমুল।
অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ভারতের কলকাতায় সংঘটিত এ হত্যাকাণ্ডের মাস খানেক আগেই ঢাকার গুলশান ও বসুন্ধরার বাসায় বসে খুনের ছক আঁটা হয়। সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেয়া হয়েছে, যার কারণে লাশ উদ্ধার করা কঠিন।
তবে কী কারণে আনার হত্যার শিকার হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পুলিশ কর্মকর্তারা। এদিকে ভারত থেকে আসা চার তদন্তকারী বৃহস্পতিবার রাতে তারা মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে গ্রেফতর তিন সন্দেহভাজনের সঙ্গে কথা বলেছেন।
পরে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ডিবি হেফাজতে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা ডিবির কাছে ঘটনার যে বর্ণনা দিয়েছিল, সেই একই বর্ণনা ভারতের তদন্ত কর্মকর্তাদের কাছেও দিয়েছে।
আর ভারতে গ্রেফতার হওয়া এক সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের লাশ বা দেহের অংশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে দেশের পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ