ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কিশোরগঞ্জে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির গ্রেফতারে স্বস্তিতে এলাকাবাসী বরগুনা জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ জুলাইয়ের মায়েরা গাজীপুরে একই দিনে দলিল লিখক পিতা পুত্রের মৃত্যুতে শোকের ছায়া মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি রেলওয়ে ধ্বংসের চক্রান্ত ফ্লাইট এক্সপার্ট, অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা সোনারগাঁওয়ে বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় মানুষ চলাচলে চরম ভোগান্তি ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ডিএসইতে লেনদেন ছাড়ালো ১১০০ কোটি টাকা গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতের জেরেই ভূমিকম্প কৃষ্ণ সাগরের কাছে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা তবুও কাটছে না খাদ্য সংকট চুয়ামেনিকে ছাড়ছে না রিয়াল, ফিরিয়ে দিল হাজার কোটির প্রস্তাব ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির হ্যাটট্রিকে শিরোপা দক্ষিণ আফ্রিকার শেষ বলে রুদ্ধশ্বাস জয়: পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:৩১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:৩১:৫৭ পূর্বাহ্ন
মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
মেহেরপুর থেকে আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুরের গাংনীর অলিনগর গ্রামে  মা ও সাধনা দুঃস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পুলিশ সদস্য পরিচয়ে প্রভাব খাটিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিকভাবে হেয় ও মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী নুরুন্নাহার আক্তার প্রাণনাশের হুমকির ভয়ে বাড়ি ছাড়া হলেও ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষদের নানা ষড়যন্ত্র। নিরাপত্তাহীনতায়  অন্যের বাড়িতে আশ্রয় নিলেও নানাভাবে অপমান অপদস্ত  ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। মুুক্তিযোদ্ধা স্বামী মারা যাওয়ার পর থেকেই প্রতিপক্ষরা জমি দখল  না দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। বাড়ির জমি দখল পেতে নুরুন্নাহার আক্তার দীর্ঘদিন যাবত পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও  ন্যায্য বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে।  প্রতিপক্ষরা নানাভাবে  হুমকি -ধামকি ও মিথ্যা মামলা দিয়ে  হয়রানি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জমি দখল নিতে গেলে মালিক পক্ষকে মারপিট ও জীবননাশের হুমকিও অব্যাহত রেখেছে। এমতাবস্থায় প্রতিপক্ষের দাপট ও ভাড়াটে লাঠিয়াল বাহিনীর হুংকারে প্রাণভয়ে অসহায় হয়ে পড়েছে প্রকৃত ওয়ারিশ নুরুন্নাহার আক্তার।
জানা গেছে, উক্ত  অলিনগর গ্রামে  নুরুন্নাহার আক্তারের সভাপতিত্বে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থা নামে একটি নারী সংগঠন চালু ছিল। সম্পাদিকা হিসাবে  ছিলেন পারভীনা খাতুন। বর্তমানে সম্পাদিকা হিসেবে রয়েছেন হাবিবা নওশীন। এবং ক্যাশিয়ার হিসেবে রয়েছেন পারভীনা খাতুন। যার রেজি. নং জেমবিককা/ মেহের/২০/২০২৪ ইং। তাং-৩০/০৯/২০০৪ ইং। সমিতিতে  সদস্য সংখ্যা  ছিল ৫১ জন।  তৎকালীন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার সমিতি পরিদর্শন করেন। যার তাং-৩০/০৯/২০০৪ ইং।  এই বাড়ির সামনে অর্থ্যাৎ মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশে  দীর্ঘদিন যাবত মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থা নামে বড় আকারের একটি সাইনবোর্ড দেয়া ছিল।  প্রতিপক্ষরা সেই সাইনবোর্ড  মুছে ফেলে দরবার শরীফ নামে সাইনবোর্ড  ঝুলিয়ে দিয়েছে।
আরও জানা গেছে, নুরুন্নাহার আক্তার দীর্ঘদিন যাবত আনসার ভিডিপি কার্যালয়ের অধীন বামন্দী ইউনিয়ন মহিলা দলনেত্রী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। নানা ভাবে হয়রানি বা মিথ্যা মামলা করেও যখন নুরুন্নাহার আক্তারকে বেকায়দায় ফেলতে পারেনি তখন আবারও নতুন করে গাংনী উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তার নিকট অভিযোগ দেয়া হয়েছে। সংস্থার সদস্যাদের নিকট থেকে চাকরি ও সুযোগ সুবিধা  দেয়ার কথা বলে ৬ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত  টাকা  চাঁদাবাজি করার দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছে।  নুরুন্নাহার আক্তার এসব অভিযোগ অস্বীকার করে এই প্রতিনিধিকে জানান, তার বিরুদ্ধে  অভিযোগ  সত্য নয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে সংস্থার প্রায় ৩০ জন মহিলা সদস্যাদের সাথে  কথা বলে জানা গেছে, আমরা ২০ বছর আগে এই সংস্থার সদস্য হয়েছি। আমরা মাত্র ২৫-৩০ টাকা জমা দিয়ে সদস্য হয়েছি।  আমাদের নিকট থেকে নুরুন্নাহার আক্তার মিথ্যা আশ্বাস দিয়ে একটি টাকাও নেয়নি। নুরুন্নাহারের বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন বানোয়াট। আমাদের সংস্থার বিষয়ে গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন  একাধিকবার পরিদর্শন করেছেন এবং  বার্ষিক অনুদান প্রদান করেছেন। আমরা আমাদের সংস্থার সদস্যাদের সাথে সরেজমিনে মতবিনিময় করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য