সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মোক্তার হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শাখা রোড মোগরাপাড়া চৌরাস্তা থেকে হোসেনপুর ভায়া হয়ে সম্ভপুরা গ্রামীণ সড়কে মঙ্গলেরগাঁও বটতলা নামে এলাকায় নতুন সেতু নির্মাণের জন্য পুরাতন সেতুটি ভেঙে ফেলায় ২০ গ্রামের মানুষ যাতায়াতের জন্য বিকল্প এ্যাপোচ সড়ক তৈরি করে। বর্ষা এবং বৃষ্টির কারণে সড়কটি তলিয়ে যায়। যার ফলে কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৫০ লাখ নারী-পুরুষের যাতায়াতের ব্যবস্থা জনদুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় সরকারের প্রকৌশলী অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার গ্রাম ট্রাঙ্ক নামে সড়কের মোগরাপাড়া থেকে হোসেনপুর সড়কের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় সেতু নির্মাণের জন্য ২ কোটি ১৮ লাখ ১ হাজার ৭২২ টাকা ব্যয়ে মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটি কার্যাদেশ পায়। গত বছরের পহেলা সেপ্টেম্বর সেতুটির নির্মাণ কাজ শুরু করেন। চলতি বছরের ৩১ আগস্টে নির্মাণের কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ধীর গতিতে সেতু নির্মাণে মঙ্গলেরগাঁও, দুধগাটা, চর গোয়ালদী, পাঁচানী, কাজিরগাঁও, চৌধুরীগাঁও, হোসেনপুর, তাতুয়াকান্দি, এলাহি নগরসহ প্রায় ২০ গ্রামের অর্ধ কোটি মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে। গত এক মাসে সড়কে চলাচলরত অটোরিকশা, সিএনজি উল্টে প্রায় শতাধিক নারী-পুরুষ এবং শিক্ষার্থী আহত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
